ফ্লোরেন্স দাউতা এশালোমি (née Nosegbe ; জন্ম ১৮ সেপ্টেম্বর ১৯৮০) একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি ২০১৯ সাল থেকে ভক্সহলের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২][৩] শ্রম ও সমবায় দলের সদস্য, তিনি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ল্যাম্বেথ এবং সাউথওয়ার্কের লন্ডন অ্যাসেম্বলির (এএম) সদস্য ছিলেন।[৪]