ফ্লোরেন্স ডেভোয়ার্ড | |
---|---|
![]() ফ্লোরেন্স ডেভোয়ার্ড | |
উইকিমিডিয়া ফাউন্ডেশন-এর চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ২১ অক্টোবর ২০০৬ – ১৭ জুলাই ২০০৮ | |
পূর্বসূরী | জিমি ওয়েলস |
উত্তরসূরী | মাইকেল স্নো |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ভার্সাই, ফ্রান্স | ১০ সেপ্টেম্বর ১৯৬৮
দাম্পত্য সঙ্গী | বার্ট্রান্ড ডেভোয়ার্ড |
সন্তান | ৩ |
পেশা | ইন্টারনেট যোগাযোগ কৌশলের পরামর্শদাতা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান |
ফ্লোরেন্স জ্যাকুলিন সিলভি ডেভোয়ার্ড (জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৬৮) অক্টোবর ২০০৬ থেকে জুলাই ২০০৮ সময়কালে উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
ডেভোয়ার্ড এনএসএআইএ থেকে কৃষিবিদ্যায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং আইএনপিএল থেকে জেনেটিক্স এবং বায়োটেকনোলজিতে ডিইএ অর্জন করেছেন।[১]
২০০৮ সালের ৯ মার্চ, ডেভোয়ার্ড মালিনট্রাট পৌরসভার সদস্য নির্বাচিত হন।[২]
ডেভোয়ার্ড ২০০৪ সালের জুন মাসে তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডে যোগ দেন এবং ২০০৬ সালের অক্টোবরে জিমি ওয়েলসের স্থলাভিষিক্ত হয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।[৩] তিনি ২০০৮ সালের জুলাই মাস থেকে ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ডে দায়িত্ব পালন করছেন।[৪]
অক্টোবর ২০০৪ সাল থেকে তিনি উইকিমিডিয়া ফ্রান্সের সহ-প্রতিষ্ঠাতা, তিনি ডিসেম্বর ২০১২ পর্যন্ত এর বোর্ডের ভাইস-চেয়ারম্যান ছিলেন।[৫]
২০০৮ সালের ১৬ মে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে প্রস্তাবিত ফরাসি ন্যাশনাল অর্ডার অফ মেরিট -এ “চেয়ার অফ এন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” নাইট হিসেবে প্রস্তাব করে।[৬]