বংশ গোপাল চৌধুরী | |
---|---|
লোকসভার সাংসদ | |
কাজের মেয়াদ ২০০৫ – ২০১৪ | |
পূর্বসূরী | বিকাশ চৌধুরী |
উত্তরসূরী | বাবুল সুপ্রিয় |
নির্বাচনী এলাকা | আসানসোল লোকসভা কেন্দ্র |
বিধায়ক | |
কাজের মেয়াদ ১৯৮৭ – ২০০৫ | |
পূর্বসূরী | হারাধন রায় |
উত্তরসূরী | হারাধন ঝা |
নির্বাচনী এলাকা | রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | [১] রানীগঞ্জ, (পশ্চিমবঙ্গ). | ১২ জানুয়ারি ১৯৬০ .
নাগরিকত্ব | ভারতীয় |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী).[১] |
দাম্পত্য সঙ্গী | সান্ত্বনা চৌধুরী |
সন্তান | দুই পুত্র |
পিতামাতা | শ্রী সত্যপদ চৌধুরী (বাবা), শ্রীমতী কল্যাণী চৌধুরী (মা) |
বাসস্থান | রানীগঞ্জ |
প্রাক্তন শিক্ষার্থী | ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ[১] |
জীবিকা | সমাজকর্মী ও রাজনীতিবিদ [১] |
কমিটি | সাংসদ থাকাকালীন তিনি বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য ছিলেন |
বংশ গোপাল চৌধুরী একজন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রাক্তন সাংসদ এবং বিধায়ক। তিনি ১৫তম লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।[১]
# | থেকে | প্রতি | অবস্থান |
---|---|---|---|
০১ | ১৯৮৭ | ২০০৫ | সদস্য, পশ্চিমবঙ্গ বিধানসভা |
০২ | ১৯৯৬ | ২০০৫ | মন্ত্রিপরিষদ্ভুক্ত মন্ত্রী, পশ্চিমবঙ্গ |
০৩ | ২০০৫ | ২০০৯ | সদস্য, চতুর্দশ লোকসভা |
০৪ | ২০০৫ | ২০০৯ | সদস্য, Standing Committee on Coal and Steel |
০৫ | ২০০৯ | ২০১৪ | সদস্য, পঞ্চদশ লোকসভা |
০৬ | ২০০৯ | ২০১৪ | সদস্য, Committee on Industry |