কম্পিউটার বিজ্ঞান ও অভিযান গবেষণায় বংশাণুভিত্তিক অ্যালগরিদম অর্থাৎ বংশাণুগত সমাধান-পদ্ধতি তথা প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি অনুসরণে আবিষ্কৃত যা অভিব্যক্তিগত-সমাধান পদ্ধতির অন্তর্গত। বংশগতিগত সমাধান-পদ্ধতি সাধারণত অপ্টিমাইজেশন বা সর্বানুকূলকরণ এবং অনুসন্ধান সমস্যাবলির সমাধানে ব্যবহার করা হয় যা পরিবর্তন, ক্রসওভার এবং নির্বাচন অপারেশনের উপর নির্ভর করে ।[১]