বক্রেশ্বর নদ | |
দেশ | ভারত |
---|---|
রাজ্যসমূহ | ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ |
নগর | বক্রেশ্বর |
Landmark | বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন |
বক্রেশ্বর নদ হল ময়ুরাক্ষী নদীর একটি উপনদী। এটা প্রধানত বিহার এর সাঁওতাল পরগণা জেলার মধ্য দিয়ে প্রবাহিত।[১] এটা তারপরে বীরভূম জেলা-র কোপাই নদীতে এসে মেশে। এই সমন্বিত নদীটি মুর্শিদাবাদ জেলাতে ময়ুরাক্ষী নদীতে মেশে।[২]
বক্রেশ্বরের খাল সেচের কাজে ব্যবহৃত হয়।[১]