বঙ্গমাতা

বাংলা মা অথবা বঙ্গমাতা বাংলা রেঁনেসার যুগে বঙ্গভূমির কল্পিত একটি ব্যক্তি রূপ। পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদীরা এই বাংলা মা বিষয়টি ব্যাপকভাবে ব্যবহার শুরু করে।[] বাংলা কবিতা, সাহিত্য, দেশাত্ববোধক গানে বাংলা মা প্রজাতন্ত্রের স্বরূপ হিসেবে চিত্রিত হয়েছে। বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন লেখায় একাধিকবার বাংলাকে মা হিসেবে সম্বোধন করেছেন। ভারতে ভারত মাতা বলে একই ধরনের একটি চরিত্র বর্ণনা করা হয়। অনেক সময় চিত্র শিল্পে ভারত মাতাকে শারিরীকভাবে ফুটিয়ে তোলা হয়। ভারত মাতা তেমনি এক উল্লেখযোগ্য শিল্পকর্ম। কিন্তু বাংলা মাকে সেভাবে কোন শিল্পকর্ম মাধ্যমে শারিরীকভাবে দৃশ্যায়িত করা হয়নি।

ইতিহাস

[সম্পাদনা]

বঙ্গভঙ্গ

[সম্পাদনা]

১৯০৫ সালে ব্রিট্রিশ ভারতের শাসকগণ বাংলাকে ভেঙে দুই টুকরো করার উদ্যোগ নেয় যা বঙ্গভঙ্গ[][] নামে সুপরিচিত। অনেক বাঙালী সাহিত্যিক, বুদ্ধিজীবী স্বাংস্কৃতিক এবং রাজনৈতিক আন্দোলনে সম্পৃক্ত হয় এবং বঙ্গভঙ্গের বিরোধিতা করে। সেই সময় থেকে বাংলা দেশাত্ববোধক গানে বাংলা মা গুরুত্ব পেতে শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলার মাটি বাংলার জল, দ্বিজেন্দ্রলাল রায় রচিত ধন ধান্য পুষ্পে ভরা এবং বঙ্গ আমার জননী আমার সহ বহু দেশাত্ববোধক সংগীত রচিত হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ

[সম্পাদনা]

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সম্প্রচারণ কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র[] দেশাত্ববোধক বাংলা সংগীত প্রচার করে মুক্তিযুদ্ধদের অনুপ্রাণিত করতে থাকে। এই উদ্যোগ সেই সময় ব্যাপক সাড়া পায়। কিছু গান যেমন, জন্ম আমার ধন্য হলো মাগো, বাংলা মোদের বাংলা মা, আমরা তোমার কোটি সন্তান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ইত্যাদি গানগুলোতে বাংলা মায়ের ভাবনা ফুটে ওঠে। এই কালজয়ী গান গুলো এখনো বাংলার আপামর জনসাধারণকে মুক্তির জন্য উজ্জীবীত করে। বাংলা মা এখন সকল ধরনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ও গণতন্ত্রের মূর্ত প্রতীক।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Symbols of Water and Woman on Selected Examples of Modern Bengali Literature in the Context of Mythological Tradition"। ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৪ 
  2. জন আর. ম্যাকলেন, "The Decision to Partition Bengal in 1905 (১৯০৫ সালে বঙ্গবিভাজনের সিদ্ধান্ত)," ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড সোশ্যাল হিস্টোরি রিভিউ (ভারতীয় অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস পর্যালোচনা), জুলাই ১৯৬৫, ২#৩, পৃষ্ঠা ২২১-২৩৭
  3. এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, "Partition of Bengal" http://www.britannica.com/EBchecked/topic/60754/partition-of-Bengal
  4. সৈয়দ বদরুল আহসান (২০১২-১২-০১)। "1971 and the songs we sang"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৩-১২-১৩