বড়নদী বন্যপ্রাণী অভয়ারণ্য, Bornadi Wildlife Sanctuary | |
---|---|
বড়নদী অভয়ারণ্য | |
![]() আসামের মানচিত্রে বড়নদী বন্যপ্রাণী অভয়ারণ্যের অবস্থান | |
অবস্থান | দরং জেলা, অসম, ভারত |
নিকটবর্তী শহর | Mangaldoi |
স্থানাঙ্ক | ২৬°৪৮′২১″ উত্তর ৯১°৪৪′২৫″ পূর্ব / ২৬.৮০৫৮৩° উত্তর ৯১.৭৪০২৮° পূর্ব[১] |
আয়তন | ২৬.২২ কিমি২ (১০.১২ মা২) |
স্থাপিত | 1980 |
কর্তৃপক্ষ | Department of Environment & Forests, Assam |
বড়নদী বন্যপ্রাণ অভয়ারণ্য (অসমীয়া: বৰনদী অভয়াৰণ্য) হিমালয়ের পাদদেশে ও ভুটানের সীমান্তে দরং জেলাতে অবস্থিত একটি বন্যপ্ৰাণ অভয়ারণ্য। এটির পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বড়নদী নদীর নামে এই অভয়ারণ্যের নামকরণ করা হয়েছে।
এই বনাঞ্চলকে ১৯৮০ সনে অভয়ারণ্যরূপে স্বীকৃতি দেয়া হয়।[২]
বড়নদী বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন প্ৰায় ২৬.২২ বৰ্গকিলোমিটাৰ[৩] এটির পশ্চিমদিকে বড়নদী নামের নদী বয়ে গেছে। এই বনাঞ্চল মঙ্গলদৈ শহর এবং গুয়াহাটি থেকে প্ৰায় ৭০ ও ১৩০ কিমি দুরে অবস্থিত৷[১][৪]
বড়নদী বন্যপ্রাণী অভয়ারণ্যের জলবায়ু উপ-ক্ৰান্তীয় (sub-tropical) ধরনের।[৫]
মূলত হিসপিড হেয়ার (Hispid Hare) এবং পিগমি হগদের প্রতিরক্ষা প্রদানের উদেশ্যে এটি স্থাপিত হয়। এছাড়া এখানে আছে এশীয় হাতি, বাংলা বাঘ, চিতাবাঘ[৬] মেঘলা চিতা, সোনালি লেঙ্গুর, উল্লুক[৭] নীলগাই(Trachypithecus geei) ইত্যাদি।