বড়ম্বা রাজ্য ବଡମ୍ବା ରାଜ୍ୟ | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য | |||||||
১৩০৫–১৯৪৯ | |||||||
![]() ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বড়ম্বা রাজ্যের মানচিত্র | |||||||
আয়তন | |||||||
• ১৮৯২ | ৩৬৮ বর্গকিলোমিটার (১৪২ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৮৯২ | ২৯,৭৭২ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৩০৫ | ||||||
১৯৪৯ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | ওড়িশা, ভারত |
বড়ম্বা রাজ্য ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য৷ ১৩০৫ খ্রিস্টাব্দে এই রাজ্যকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। রাজ্যটির রাজধানী ছিল বড়ম্বা শহরে। রাজ্যটির শেষ শাসক ১৯৫০ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি তারিখে ভারতীয় অধিরাজ্যে অন্তর্ভুক্ত হওয়ার জনৌয স্বাক্ষর করেন। পরে রাজ্যটি ওড়িশার কটক জেলার অংশীভূত করা হয়।
১৩০৫ খ্রিস্টাব্দে তৎকালীন উড়িষ্যার মহারাজ শ্রী কৃষ্ণ নরসিংহ অদম্য সাহসিকতা এবং বুদ্ধিদীপ্তির জন্য হটকেশ্বর রাউতকে সোনখা এবং মোহুরী নামে দুটি গ্রাম ভূমি ও জনবসতিসহ প্রদান করেন। তিনিই এই বড়ম্বা রাজ্যের প্রতিষ্ঠাতা। এই রাজ্যটির মুল গ্রামদুটি একত্রে বর্তমানে সোনখামেরী শহর গঠন করেছে। [১]
বড়ম্বা রাজ্যের শাসকগণ ১৮৭৪ খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত 'রাউত' উপাধি ব্যবহার করতেন। বড়ম্বার রাজপরিবারের প্রতীক ছিল একটি চিতাবাঘ।[২]