বডিগার্ড | |
---|---|
![]() | |
ফার্সি: بادیگارد | |
পরিচালক | এব্রাহিম হাতামিকিয়া |
প্রযোজক | এহসান মুহাম্মাদ হাসানি |
রচয়িতা | এব্রাহিম হাতামিকিয়া |
শ্রেষ্ঠাংশে | পারভিজ পারাস্তুৌই মেরিলা জারেইন বাবাক হামিদিয়ান আমির আঘায়েই |
সুরকার | কারেন হোমায়ুনফার |
চিত্রগ্রাহক | মাহমৌদ কালারি |
সম্পাদক | মেহদি হোসেইনিভান্দ |
প্রযোজনা কোম্পানি | অউজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন |
মুক্তি |
|
দেশ | ইরান |
ভাষা | ফার্সি |
বডিগার্ড (ফার্সি: بادیگارد) ২০১৬ সালের একটি ইরানি চলচ্চিত্র যার গল্প আবর্তিত হয়েছে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে ঘিরে যিনি ইরানের উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের শত্রুদের হাত থেকে রক্ষা করে থাকেন। চলচ্চিত্রটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন এব্রাহিম হাতামিকিয়া।[১] চলচ্চিত্রটি ৩৪তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মত প্রদর্শিত হয়েছিল।[২] চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পারভিজ পারাস্তৌই, মেরিলা জারেই ও বাবাক হামিদিয়ান।[৩][৪] চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন এহসান মুহাম্মাদ হাসানি।[৫]
বডিগার্ড এর গল্প আবর্তিত হয়েছে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে ঘিরে যিনি ইরানের উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের শত্রুদের হাত থেকে রক্ষা করে থাকেন। একদিন ইরানের উপরাষ্ট্রপতিকে বিস্ফোরক জ্যাকেট পরিহিত এক ব্যক্তি আত্মঘাতী হামলার মাধ্যমে হত্যা করতে উদ্যত হয়। তখন বডিগার্ডকে সমস্যার অথৈ সাগরের মাঝে পড়তে হয়। এভাবে এগিয়ে যায় চলচ্চিত্রের গল্প। চলচ্চিত্রটির পরিচালক চলচ্চিত্রটি ১৯৯৯ সালের চলচ্চিত্র দ্য গ্লাস এজেন্সি থেকে কিছুটা অনুপ্রাণিত বলে অভিহিত করেছেন।[১]
৩৪তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্রে চলচ্চিত্রটি যেসব বিভাগে পুরস্কৃত হয়েছে ও পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সেগুলো হল:[৭]
বছর | পুরস্কার | বিভাগ | প্রাপক | ফলাফল |
---|---|---|---|---|
২০১৬ | সেরা অভিনেতা | পারভিজ পারাস্তৌই | বিজয়ী | |
সেরা সঙ্গীত | কারেন হোমায়ৌনফার | মনোনীত | ||
সেরা চিত্রগ্রহণ | মাহমৌদ গালারি | মনোনীত | ||
সেরা ভিজুয়াল ইফেক্টস | হাদি এসলামি | বিজয়ী |
এটি ভিয়েনা মুক্ত চলচ্চিত্র উৎসবে যেসব বিভাগে পুরস্কৃত হয়েছে সেগুলো হল:[৮][৯][১০]
বছর | পুরস্কার | বিভাগ | প্রাপক | ফলাফল |
---|---|---|---|---|
২০১৭ | ||||
সেরা পরিচালক | এব্রাহিম হাতামিকিয়া | বিজয়ী | ||
সেরা পার্শ্ব অভিনেতা | বাবাক হামিদিয়ান | বিজয়ী | ||
সেরা শিল্প নির্দেশক | এব্রাহিম হাতামিকিয়া | বিজয়ী |