বদলাপুর | |
---|---|
পরিচালক | শ্রীরাম রাঘবন |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | মাসিমো কার্লোটো |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শচীন-জিগার |
চিত্রগ্রাহক | অনিল মেহতা |
সম্পাদক | পূজা লধা সুর্তি |
প্রযোজনা কোম্পানি | ম্যাডক ফিল্মস |
পরিবেশক | ইরোস ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹২৫ কোটি[১] |
আয় | ₹৭৭ কোটি |
বদলাপুর শ্রীরাম রাঘবন পরিচালিত ২০১৫ সালের ভারতীয় প্রতিশোধধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধবন, নওয়াজুদ্দীন সিদ্দিকী, হুমা কোরেশী, ইয়ামি গৌতম ও দিব্যা দত্ত।[২]
চলচ্চিত্রটি ২০ ফেব্রুয়ারি, ২০১৫ মুক্তি পায়। ₹২৫ কোটি বাজেটের ছবিটি বিশ্বব্যাপী ₹৭৭ কোটি আয় করে। ছবিটি ৬১তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে মনোনয়ন লাভ করে।
বদলাপুর চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শচীন-জিগার। গানের কথা লিখেছেন দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়া। প্রথম গান "জি কারদা" একক গান হিসেবে ২০১৪ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত হয়। পরে ২০১৫ সালে ১৫ ফেব্রুয়ারি "জীনা জীনা" গানটি প্রকাশিত হয়। গানটি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে টপচার্টে প্রথম স্থানে ছিল।[৩]
নং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "জি কারদা" | দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়া | দিব্য কুমার | ৪:০১ |
২. | "জীনা জীনা" | দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়া | আতিফ আসলাম | ৩:৪৯ |
৩. | "জি কারদা (রক)" | দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়া | দিব্য কুমার | ৪:০০ |
৪. | "জুদাই" | দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়া | রেখা ভারদ্বাজ, অরিজিৎ সিং | ৪:৩২ |
৫. | "বদলা বদলা" | দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়া | বিশাল দাদলানি, সুরজ জগন | ৩:১৩ |
৬. | "সোনে কা পানি" | প্রিয়া সারাইয়া | প্রিয়া সারাইয়া | ১:৫২ |
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | দীনেশ বিজন, সুনীল লুল্লা | মনোনীত | [৪] |
শ্রেষ্ঠ পরিচালক | শ্রীরাম রাঘবন | মনোনীত | ||
শ্রেষ্ঠ অভিনেতা | বরুণ ধবন | মনোনীত | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | নওয়াজুদ্দীন সিদ্দিকী | মনোনীত | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | হুমা কোরেশী | মনোনীত | ||
বিগ স্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার | সবচেয়ে বিনোদন প্রদানকারী থ্রিলার চলচ্চিত্র | বিজয়ী | [৫] | |
সবচেয়ে বিনোদন প্রদানকারী থ্রিলার অভিনেতা | বরুণ ধবন | বিজয়ী | ||
জি সিনে পুরস্কার | সেরা খল অভিনেতা | নওয়াজুদ্দীন সিদ্দিকী | বিজয়ী | [৬] [৭] |
সেরা অভিনেতা | নওয়াজুদ্দীন সিদ্দিকী | মনোনীত | ||
বছরের সেরা পার্শ্ব অভিনেত্রী | হুমা কোরেশী ও রাধিকা আপ্তে | মনোনীত | ||
স্টারডাস্ট পুরস্কার | বছরের সেরা পরিচালক | শ্রীরাম রাঘবন | মনোনীত | [৮] |
বছরের সেরা অভিনেতা | বরুণ ধবন | মনোনীত | ||
বছরের সেরা পার্শ্ব অভিনেত্রী | হুমা কোরেশী ও রাধিকা আপ্তে | মনোনীত | ||
সেরা সঙ্গীত পরিচালক | শচীন-জিগার | মনোনীত | ||
সেরা গীতিকার | দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়া | মনোনীত | ||
সেরা পুরুষ নেপথ্য শিল্পী | দিব্য কুমার (জি কারদা) | মনোনীত | ||
সেরা নৃত্য পরিচালক | আহমেদ খান (জি কারদা) | মনোনীত | ||
সেরা চিত্রনাট্য | শ্রীরাম রাঘবন ও অরিজিৎ বিশ্বাস | মনোনীত | ||
সেরা কাহিনি | শ্রীরাম রাঘবন ও অরিজিৎ বিশ্বাস | মনোনীত |