বন চাকুন্দা Senna tora | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Fabales |
পরিবার: | Fabaceae |
উপপরিবার: | Caesalpinioideae |
গোত্র: | Cassieae |
উপগোত্র: | Cassiinae |
গণ: | Senna |
প্রজাতি: | S. tora |
দ্বিপদী নাম | |
Senna tora (L.) Roxb. | |
প্রতিশব্দ | |
Numerous, see text |
বন চাকুন্দা (বৈজ্ঞানিক নাম:Senna tora) হচ্ছে Fabaceae পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি। এর ইংরেজি নাম Sickle Senna,[১] Sickle Wild sensitive-plant বাংলাদেশে আমাদের আশে পাশে এটি অযত্নে অবহেলায় বেড়ে উঠে। হেমন্তকালে এটি সাধারণত ফুল দেয়।
লোক চিকিৎসায় এটি ব্যবহার হতে দেখা যায়। এটি কৌষ্ঠ্যকাঠিন্য রোগে ব্যবহৃত হয়। অঞ্চলবিশেষে এটি চেকান্দা নামে পরিচিত। এর পাতা আম আঁটির ভেঁপু বানাতে কাজে লাগানো যায়। গাছটি ন্যূনাধিক দু-তিন ফুট উঁচু হয়।
গাছটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অনেক গ্রাম্য এলাকায় "বেলাডুবা" বা "বেলাডোবা" নামেও পরিচিত । এর কারণ সূর্যালোকের অনুপস্থিতিতে এর পাতাগুলি বন্ধ হয়ে যায় অর্থাৎ বেলাশেষে এর পাতাজোড়া গুটিয়ে যায় ।