বনচণ্ডাল Telegraph plant | |
---|---|
দিনের বেলায় শাখাসমূহ (বায়ে) এবং রাতে (ডানে) | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Fabales |
পরিবার: | Fabaceae |
গণ: | Codariocalyx |
প্রজাতি: | C. motorius |
দ্বিপদী নাম | |
Codariocalyx motorius (Houtt.) H. Ohashi | |
প্রতিশব্দ | |
অনেক, পাঠ দেখুন |
বনচণ্ডাল (ইংরেজি: Telegraph plant) Codariocalyx motorius হচ্ছে একটি শব্দকাতর উদ্ভিদ। বাংলাদেশে শব্দকাতর উদ্ভিদ এই একটিই। তুড়ি বাজালেই এই উদ্ভিদের ছোট পাতা গুলো নড়তে থাকে। তাই হয়তো এর নাম তুরুক চণ্ডাল। এই ঘটনা টা সকালের দিকে ভাল দেখা যায়। আলো বাড়ার সাথে সাথে হয়তো এর সেনসিটিভিটি কমতে থাকে। ২ রকমের এই উদ্ভিদ দেখা যায়, কমলা আর হাল্কা বেগুনি ফুলের তবে পাতার গঠন একই। এর আরো একটি নাম হচ্ছে গোরাচান্দ।
C. motorius-এর আছে অনেকগুলো বিবেচনাযোগ্য সমনাম: