শিরোনামহীন |
---|
|
দৈর্ঘ্য | ৩৪:৫৫ |
---|
বনমালী রে হলো বলিউড প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষালের একটি বাংলা ভক্তিমূলক স্টুডিও অ্যালবাম। এটি ২০০২ সালের জানুয়ারিতে মুক্তি পায়। এতে কৃষ্ণের প্রশংসার ভজনসহ মোট ৮টি ট্র্যাক রয়েছে।[১] পরবর্তীতে ২০০৭ সালে, একই গান আবার কৃষ্ণ বিনা আছে কে নামক অ্যালবামে ভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়।
|
১. | "সাজে শ্রীময়ি রাধে" | ৫:৪৭ |
২. | "আমি যাব না যমুনা ঘাটে" | ৪:০২ |
৩. | "সংসারে কেউ তো কারও নয়" | ৪:৩৩ |
৪. | "কইরে আমার কৃষ্ণ গোপাল?" | ৩:২৬ |
৫. | "বনমালী রে" | ৩:৫৫ |
৬. | "কৃষ্ণ বিনা আছে কে?" | ৩:৫০ |
৭. | "তুমি শ্যাম সুন্দর" | ৪:৪৮ |
৮. | "হরে কৃষ্ণ নাম" | ৪:৩৪ |
মোট দৈর্ঘ্য: | ৩৪:৫৫ |
|
---|
|
স্টুডিও অ্যালবাম |
- বেঁধেছি বীণা (১৯৯৮)
- ও তোতা পাখি রে (১৯৯৮)
- একটি কথা (১৯৯৯)
- মুখর পরাগ (২০০০)
- রূপসী রাতে (২০০০)
- বনমালী রে (২০০২)
- আকাশের মুখোমুখি (২০০২)
- যাব তেপান্তর (২০০৩)
- স্বপ্নের পাখা (২০০৩)
- ঠিকানা (২০০৬)
- কৃষ্ণ বিনা আছে কে (২০০৭)
- যেতে দাও আমায় (২০০৮)
- উস্তাদ অ্যান্ড দ্য ডিভাস
- মাঝি গানি
- নন্দগোপালন
- হামনশিঁ
- রৌনক
- এই আকাশ তোমারই
- মিলন পিয়াসী
- রিম ঝিম
- তুমি বলো আমি শুনি
- "মেঘের পালক "
- "মন কেমনের স্টেশন"
|
---|
টেলিভিশন | |
---|
গান | |
---|
গানের তালিকা | |
---|