বনানী | |
---|---|
স্থানাঙ্ক: ২৩°৪৭.৭ 'উত্তর; ৯০°২৪.৩' পূর্ব / 23.47.7°N 90.24.3°c E / 23.47; 90.24স্থানাঙ্ক: 23°47.7 'উত্তর 90°24.3' পূর্ব / 23.7950°N 90.4050°c E / 23.7950; 90.4050 | |
দেশ | |
বিভাগ | |
জেলা | |
সময় জোন | |
উল্লেখযোগ্য ক্রীড়া দল |
ওল্ড ডিওএইচএস এসসি |
বনানী ১৯ নম্বর ওয়ার্ড এর একটি অংশ যা ঢাকা, বাংলাদেশে অবস্থিত।[১] বনানী বাংলাদেশের ঢাকার গুরুত্বপূর্ণ একটি অভিজাত এলাকা। এটি একটি আবাসিক এবং বাণিজ্যিক এলাকা। কয়েকটি পাঁচ তারকা হোটেল, উচ্চমানের রেস্তোরাঁ, উত্কৃষ্ট মল, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, প্রতিষ্ঠিত এবং সুপরিচিত বেসরকারী ইংরেজি-মাধ্যম এবং আন্তর্জাতিক স্কুল এবং বিভিন্ন ব্যাংক এবং দেশীয় ও বহুজাতিক কোম্পানির সদর রয়েছে এই এলাকায়। মহাখালী, উত্তরা, কাওরান বাজার, তেজগাঁও এবং মিরপুরের মত এলাকার তুলনায় এর ব্যবসায়িক দৃশ্য ক্রমবর্ধমান গুরুত্ব বহন করে। বনানীর বাণিজ্যিক ল্যান্ডস্কেপ গুলশানের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এবং বিশেষ করে মতিঝিল, দেশের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিবিডি-এর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।[২][৩]
বনানী এলাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষালয় রয়েছে। এর মধ্যে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ ও বনানী মডেল স্কুল উল্লেখযোগ্য।
বনানী মডেল টাউনে অবস্থিত বনানী লেক বনানীর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ২৩°৪৭′৪২″ উত্তর ৯০°২৪′১৭″ পূর্ব / ২৩.৭৯৫০° উত্তর ৯০.৪০৪৭° পূর্ব.[৪]
কড়াইল বিটিসিএল
কড়াইল আদর্শ নগর
সাতলা আদর্শ নগর
নভেম্বর ২০১৫: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মনেম খানের বনানীস্থ বাড়ি ধ্বংস করে।[৬]