বনার কোকসা Barilius barila | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
উপপর্ব: | Vertebrata |
মহাশ্রেণী: | Osteichthyes |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Cypriniformes |
পরিবার: | Cyprinidae |
গণ: | Barilius |
প্রজাতি: | Barilius barila |
দ্বিপদী নাম | |
Barilius barila (Hamilton, 1822) | |
প্রতিশব্দ | |
Danio monshiensis Yang & Hwang, 1964[২] |
বনার কোকসা (বৈজ্ঞানিক নাম: Barilius barila) (ইংরেজি: Barred Barila) হচ্ছে Cyprinidae পরিবারের Barilius গণের একটি স্বাদুপানির মাছ।
বনার কোকসা মাছের লম্বা দেহ সরু ও পার্শ্বীয়ভাবে সামান্য চাপা। উভয় চোয়াল দৈর্ঘ্যে সমান ও সম আকৃতির। এদের উপরের চোয়াল পেছনের দিকে চোখের নীচ পর্যন্ত বিস্তৃত। পরিণত মাছের মাথায় সারি সারি ছিদ্রযুক্ত। দেহের উভয় পাশে ৪৩- ৪৬ টি করে আঁইশ আছে। কানকো সোনালী রঙের কিন্তু পাখনা দেখতে গোলাপি রঙের।[৭]
বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল অঞ্চলে পাওয়া যায়।[৭][৮]
বনার কোকসা মাছ জলজ উদ্ভিদ, ক্রাশটেশিয়ানস, পোকা-মাকড়ের শূককীট ইত্যাদি প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করে।
এরা পানির উপরিস্তর ও তলদেশ উভয়স্তরেই বাস করে। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারার সাথে সংযুক্ত জলাশয় এবং পাহাড়ি থেকে বয়ে আসে অগভীর ও স্বচ্ছ নদীতে বাস করে।
একক প্রজাতি হিসেব এই মাছের উৎপাদন তথ্য পাওয়া যায় না। তবে এই গণের অন্যান্য মাছের সাথে ধরা পড়ে। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছ ধরার ক্ষেত্রে বড়শির টোপ হিসেবে এই মাছটি ব্যবহার করা হয়।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি সম্পর্কে বাংলাদেশে উপাত্তের অভাবের কথা উল্লেখ করা হয়ে থাকে।[৭]
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |