বনি শাইবা (আরবি: Banī Shaybah بني شيبه) একটি আরব গোত্র।[১] কাবার চাবি এই গোত্রের তত্ত্বাবধানে থাকে।
মুহাম্মদ এর নবুওয়তের পূর্ব থেকে বনি শাইবা গোত্রের কাছে কাবার চাবি রাখা হত। মক্কা বিজয়ের পর তিনি (মুহাম্মদ ) বনি শাইবা গোত্রকে চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্বে বহাল রাখেন। তিনি হাশরের দিন পর্যন্ত তাদের এই দায়িত্ব দেন এবং বলেন যে অত্যাচারী ছাড়া কেউ তাদের কাছ থেকে কাবার চাবি ছিনিয়ে নেবে না।[২] ২০২৪ সালের জুন মাস থেকে বর্তমান কাবার চাবি এই পরিবারর ড.আব্দুল ওয়াহাব বিন জিয়ান আল শাইবির নিকট