বনু আব্বাস (আরবি: بنو عباس) | |
---|---|
কুরাইশ, বনু হাশিম, আদনানি[১] | |
নিসবা | আব্বাসী |
এর বংশ | আব্বাস ইবনে আবদুল মুত্তালিব, মুহাম্মদ এর চাচা |
ধর্ম | ইসলাম |
বনু আব্বাস (আরবি: بنو عباس) হলো আরবের একটি গোত্র। এই গোত্রের সদস্যরা আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের বংশধর। বনু আব্বাসের খলিফাগণ প্রায় পাঁচ শতাব্দী মুসলিম উম্মাহর নেতৃত্ব দিয়েছিলেন (৭৫০ সাল থেকে ১২৫৮ সালে বাগদাদ নগরীর পতন পর্যন্ত);[২] যা আব্বাসীয় খিলাফত নামে পরিচিত।
বনু আব্বাস হল ইসলামের শেষ নবী মুহাম্মাদ-এর সাহাবী ও চাচাতো ভাই এবং প্রথম যুগের মুফাসসির আবদুল্লাহ ইবনে আব্বাস-এর বংশধর।[৩] তাদের বংশলতিকা হাশিম ইবনে আবদ মনাফের সাথে মিলিত হয়েছে, তাই আদনানের সাথে তাদের বংশের সম্পর্ক নিম্নরূপ: আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে আবদুল মুত্তালিব ইবনে হিশাম ইবনে আবদ মনাফ ইবনে কুসাই[৪] ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কা’ব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে আন নাদর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিযার ইবনে মায়াদ ইবনে আদনান।[৫]
The Paternal Ancestral Lineage of Prophet Muhammad