নীতিবাক্য | চিরকাল শিক্ষা |
---|---|
ধরন | বেসরকারি, অলাভজনক |
স্থাপিত | ১৯৮৭ |
আচার্য | আন্নাবেলি বেন্নেট AO |
উপাচার্য | টিম ব্রেইলফোর্ড |
স্নাতক | আনু. ২,৯০০ ছাত্রছাত্রী |
স্নাতকোত্তর | আনু. ১,২০০ ছাত্র-ছাত্রী |
অবস্থান | , , অস্ট্রেলিয়া |
শিক্ষাঙ্গন | উপনগর |
পোশাকের রঙ | নীল, সোনালী, সাদা |
সংক্ষিপ্ত নাম | বুলশার্কস |
ক্রীড়ার অধিভুক্তি | (বন্ড রাগবি ক্লাব) QFA – Division II (বন্ড ফুটবল ক্লাব) |
ক্রীড়া | |
ওয়েবসাইট | www.bond.edu.au |
বন্ড বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার প্রথম বেসরকারি অলাভজনক বিশ্ববিদ্যালয়। এটি রোবিনা, গোল্ড কোস্ট, কুইন্সল্যান্ড-এ অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি মূলত উচ্চ শিক্ষায় আলোকপাত করে থাকে। এখানে ববছরে ৩ সেমিষ্টার হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টি ২ বছরে স্নাতক ড্রিগ্রী শেষ করার অনুমতি দিয়ে থাকে।
বন্ড কর্পোরেশন-এর চেয়ারম্যান এলন বন্ডের উদ্যোগে বন্ড বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।