বন্দর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে বন্দর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৩৮′২৪″ উত্তর ৯০°৩২′২৪″ পূর্ব / ২৩.৬৪০০০° উত্তর ৯০.৫৪০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ৫৪.৩৯ বর্গকিমি (২১.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,১২,৮৪১ |
• জনঘনত্ব | ৫,৮০০/বর্গকিমি (১৫,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৬৭ ০৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বন্দর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
উপজেলার অবস্থান ২৩°৩৫′৩৫″ উত্তর ০৯০°৩১′১৩″ পূর্ব / ২৩.৫৯৩০৬° উত্তর ৯০.৫২০২৮° পূর্ব। এ উপজেলার উত্তরে সোনারগাঁও উপজেলা, দক্ষিণে মুন্সীগঞ্জ সদর উপজেলা, পূর্বে সোনারগাঁও উপজেলা, পশ্চিমে নারায়ণগঞ্জ সদর উপজেলা ও শীতলক্ষ্যা নদী।
বন্দর উপজেলা ও শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের সদর থানা কে নিয়ে নারায়ণ গঞ্জ-৫ সংসদীয় আসন গঠিত। এছাড়া ভুতপূর্ব কদমরসুল পৌরসভা ও শীতলক্ষ্যা নদীর অন্য পাড়ের সদর থানা কে একত্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের পর একবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান রয়েছেন। পুলিশ স্টেশন, ফাঁড়ী ও একটি জল পুলিশ ফাঁড়ী রয়েছে।
০১ | কলাগাছিয়া ইউনিয়ন |
০২ | বন্দর ইউনিয়ন |
০৩ | মুছাপুর ইউনিয়ন, বন্দর |
০৪ | ধামগড় ইউনিয়ন |
০৫ | মদনপুর ইউনিয়ন, বন্দর |
চিত্তাকর্ষক স্থান :
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পৃথক বালক/বালিকা উচ্চবিদ্যালয়, সমন্বিত মাদ্রাসা, প্রাথমিক ও প্রাক-প্রাথমিক বিদ্যালয় এবং একটি মহিলা কলেজ। নাবিকদের জন্য একটি সরকারী মেরিন টেকনোলজী ইন্সটীউট ও একটি বেসরকারী মেরিন একাডেমী রয়েছে যা কারিগরী বোর্ডের অধীন।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পৃথক বালক/বালিকা উচ্চবিদ্যালয়, সমন্বিত মাদ্রাসা, প্রাথমিক ও প্রাক-প্রাথমিক বিদ্যালয় এবং একটি মহিলা কলেজ। নাবিকদের জন্য একটি সরকারী মেরিন টেকনোলজী ইন্সটীউট ও একটি বেসরকারী মেরিন একাডেমী রয়েছে যা কারিগরী বোর্ডের অধীন।
উল্ল্যেখযোগ্য বিদ্যালয়ঃ
ঢাকেশ্বরী মিলস হাই স্কুল এন্ড কলেজ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |