বব ফসে নামে সুপরিচিত রবার্ট লুইস ফসে (২৩শে জুন ১৯২৭ - ২৩শে সেপ্টেম্বর ১৯৮৭)[১] ছিলেন একজন মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
তিনি নৃত্য পরিচালনা বিভাগে আটটি টনি পুরস্কার অর্জন করেছেন, যা অন্য যেকোন কারোর চেয়ে বেশি, এবং তিনি পরিচালনা বিভাগেও একটি টনি পুরস্কার অর্জন করেন। তিনি চারটি একাডেমি পুরস্কারে মনোনীত হন এবং ক্যাবারেট (১৯৭২) চলচ্চিত্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একটি পুরস্কার লাভ করেন। এছাড়া ক্যাবারেট চলচ্চিত্র পরিচালনায় জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কারও জয় করেন।
ফসে ১৯২৭ সালের ২৩শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা সাইরিল কে. ফসে ছিলেন নরওয়েজীয় মার্কিন এবং তিনি দ্য হার্শি কোম্পানির পর্যটন বিক্রয়কর্মী ছিলেন।[২] তার মাতা সারা অ্যালিস ফসে (জন্মনাম: স্ট্যান্টন) আইরিশ বংশোদ্ভূত ছিলেন। ফসে তার ছয় ভাইবোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।[১]