ববি গিচার্ড

ববি গিচার্ড
ব্যক্তিগত তথ্য
জন্ম (1999-11-29) ২৯ নভেম্বর ১৯৯৯ (বয়স ২৫)
ক্রীড়া
ক্রীড়াসাঁতার

ববি গিচার্ড (জন্ম ২৯ নভেম্বর ১৯৯৯) একজন নিউজিল্যান্ডীয় সাঁতারু। তিনি ২০১৭ ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [] [] তিনি ২০১৮ কমনওয়েলথ গেমসে ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নিউজিল্যান্ড দলের প্রধান সাঁতারু ছিলেন যারা ৪ × ১০০ মিটার মেডলে রিলে ফাইনালে ষষ্ঠ স্থান অর্জন করেছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Heats results"FINA। ১৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  2. "2017 World Aquatics Championships > Search via Athletes"Budapest 2017। ২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭