বরুণ কাপুর | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৯–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ধন্য মোহন (বি. ২০১৩) |
বরুণ কাপুর হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা, স্টার প্লাসে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক সরস্বতীচন্দ্রে ড্যানি ভেয়াসের চরিত্রে এবং কালারসে সম্প্রচারিত ধারাবাহিক সরাগিণী - জোড়ে রিশতো কে সুরে সংস্কার রাম প্রসাদ মহেশ্বরী চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।
২০১৬ সালে গোল্ডেন প্যাটেল পুরস্কারে স্বরাগিণী - জোড়ে রিশতো কে সুরে প্রধান চরিত্রের জন্য তিনি সেরা অভিনেতার পুরস্কার জয়লাভ করেন।[২]
সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল | উল্লেখ |
---|---|---|---|---|
২০০৮ | কিস দেশ মে হ্যায় মেরা দিল | বরুণ | স্টার প্লাস | |
২০০৮–০৯ | তুঝ সাঙ্গ প্রীত লাগায়ি সজনা | নীল | ||
২০০৯–১০ | বেতাব দিল কে তামান্না হ্যায় | বরুণ মেহতা | সনি টিভি | [৩] |
২০১০ | না আনা ইস দেশ লাডো | শৌরেয়া | কালারস | [৪] |
২০১২ | হামসে হ্যায় লাইফ | কবির লাজারুস | চ্যানেল ভি ইন্ডিয়া | [৫] |
২০১৩–১৪ | সরস্বতীচন্দ্র | ড্যানি ভেয়াস | স্টার প্লাস | |
২০১৪ | মহারক্ষক: দেবী | মহেশ | জি টিভি | [৩] |
২০১৫–১৬ | স্বরাগিণী - জোড়ে রিশতো কে সুর | সংস্কার মহেশ্বরী | কালারস | [৬] |
২০১৭–বর্তমান | সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হাসপাতাল | ডাক্তার বীর মালহোত্রা |
সাল | পুরস্কার | বিভাগ | চরিত্র | অনুষ্ঠান | ফলাফল |
---|---|---|---|---|---|
২০১৬ | কালারস গোল্ডেন প্যাটেল পুরস্কার | সেরা অভিনেতা | সংস্কার মহেশ্বরী | স্বরাগিণী - জোড়ে রিশতো কে সুর | বিজয়ী |
সেরা জুটি | সংস্কার এবং স্বরা |