বরুণ ঠাক্কর (জন্ম ১০ই ফেব্রুয়ারি ১৯৯৫, তামিলনাড়ু ) একজন ভারতীয় পেশাদার ক্রীড়া নৌচালক বা সেলর । তিনি বর্তমানে ৪৯-ইআর বর্গের নৌকাচালনায় আন্তর্জাতিকভাবে ভারতের প্রতিনিধিত্ব করছেন। [১]
ওমানে আয়োজিত মুসানাহ ওপেনে (এশিয়া ও আফ্রিকার অলিম্পিক যোগ্যতামান অর্জনের প্রতিযোগিতা) প্রথম স্থানে শেষ করে বরুণ ঠক্কর ও কে সি গণপতি ২০২০ টোকিও অলিম্পিকের জন্যে যোগ্যতা অর্জন করেন । [৫][৬][৭]
বছর | বিভাগ | শহর | পর্যায়ক্রমিক স্থান |
---|---|---|---|
২০২১ | মুসানাহ ওপেন চ্যাম্পিয়নশীপ | ওমান ওমান | প্রথম |
২০১৯ | ৪৯-ই আর বিশ্ব চ্যাম্পিয়নশিপ | অকল্যান্ড নিউজিল্যান্ড | ৬৫ |
২০১৯ | ৪৯-ই আর এশিয়ান চ্যাম্পিয়নশিপ | আবু ধাবি সংযুক্ত আরব আমিরাত | দ্বিতীয় |
২০১৮ | ৪৯-ই আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ | পোল্যান্ড পোল্যান্ড | ২৫ |
২০১৮ | ২০১৮ এশিয়ান গেমস | জাকার্তা ইন্দোনেশিয়া | তৃতীয় |
২০১৭ | সপ্তদশ এশিয়ান সেলিং চ্যাম্পিয়নশিপ | জাকার্তা ইন্দোনেশিয়া | প্রথম |