বর্ডার গার্ড পুলিশ | |
---|---|
দেশ | ![]() |
শাখা | মিয়ানমার পুলিশ বাহিনীর বিশেষ বিভাগ |
দ্বায়িত্ব | সীমান্ত প্রহরা |
মূল বাহিনী | মিয়ানমার পুলিশ বাহিনী |
সংক্ষিপ্ত নাম | বিজিপি |
প্রধান | |
বর্তমান প্রধান | ব্রি. জেন. মাইন্ট টো |
ইনসিগনিয়া | |
প্রতীক | ![]() |
বর্ডার গার্ড পুলিশ ( বর্মী: နယ်ခြားစောင့်ရဲတပ်ဖွဲ့ ; সংক্ষেপে বিজিপি ) হচ্ছে মিয়ানমারের পুলিশ বাহিনীর একটি সীমান্ত নিরাপত্তায় বিশেষজ্ঞ বিভাগ। বিজিপি বর্তমানে উত্তর রাখাইন রাজ্যে নিয়োজিত রয়েছে। মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের চলমান দেশত্যাগের কারণে তারা বিশেষ করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সক্রিয়।[২][৩] সীমান্ত নিরাপত্তা ছাড়াও বিজেপি চেকপোস্ট পরিচালনা এবং রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের চলাচলের নথিভুক্ত করার জন্যও নিয়োজিত।
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বিদ্রোহীরা রোহিঙ্গাদের প্রতি বিজিপির দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিপি পোস্টে বারবার হামলা করে থাকে।[৪][৫][৬][৭]