বর্দাদেবী बर्दादेबी | |
---|---|
গ্রাম উন্নয়ন সমিতি | |
দেশ | নেপাল |
অঞ্চল | সেতী অঞ্চল |
জেলা | অছাম জেলা |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩,৮৫৭ |
• ধর্মবিশ্বাস | হিন্দু |
সময় অঞ্চল | নেপাল সময় (ইউটিসি+৫:৪৫) |
বর্দাদেবী পশ্চিম নেপালের সেতী অঞ্চলের অছাম জেলার একটি গ্রাম উন্নয়ন সমিতি। ১৯৯১ সালের নেপালের জনশুমারি অনুসারে এর জনসংখ্যা ছিল ৩৩১৪ জন এবং খানার সংখ্যা ছিল ৬৪৪ টি।[১] ২০০১ সালের শুমারি অনুসারে জনসংখ্যা ছিল ৩৮৫৭ জন এবং সাক্ষরতার হার ছিল ৪৫%।[১] স্থানীয় বাসিন্দাদের প্রায় সবাই হিন্দুধর্মাবলম্বী।