বর্দুরিয়া

প্রজাতন্ত্রী বর্দুরিয়া

বলকান উপদ্বীপ, বর্দুরিয়া রাষ্ট্রের সাধারণ অবস্থান
বলকান উপদ্বীপ, বর্দুরিয়া রাষ্ট্রের সাধারণ অবস্থান
রাজধানীশোহদ (Szohôd)
সরকারি ভাষাবর্দুরীয়
নৃগোষ্ঠী
বর্দুরীয়
সরকারকর্তৃত্ববাদী ফ্যাসিবাদী-সর্বগ্রাসী স্বৈরতন্ত্র
• মার্শাল
কুর্ভি-তাশ্চ
মুদ্রার‍্যান্ড

বর্দুরিয়া (ইংরেজি: Borduria) টিনটিন কমিক্সের একটি কল্পিত দেশ। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর ইউরোপের দেশ। এটিকে নাৎসি জার্মানি বা ফ্যাসিবাদী ইতালির এর আদলে দেখানো হয়েছে। সিল্ডাভিয়া এর শত্রু দেশ।

টিনটিন কমিক্সে বর্দুরিয়া দেশের ভাষা সম্পর্কে সামান্য কিছু বর্ণনা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র সিলদাভিয়ায় প্রচলিত আরেকটি কাল্পনিক ভাষা সিলদাভীয় এর মতো ওলন্দাজ ব্রাসেলস উপভাষা মারোলস ভাষার উপর ভিত্তি করে তৈরি করা বলে মনে করা হয়। যেমন: বর্দুরীয় শব্দ "mänhir", যার বাংলা অর্থ হতে পারে "জনাব" বা "স্যার", ওলন্দাজ শব্দ mijnheer থেকে আহত। বর্দুরীয় ভাষা সিলদাভীয় থেকে ভিন্ন, এটা লাতিন লিপি একচেটিয়াভাবে ব্যবহার করে এবং দ্বিবর্ণ প্রচুর ব্যবহার করে, যেমন- SZ (সম্ভবত হাঙ্গেরীয় ভাষা থেকে ধার করা) এবং Ô ।

আরও দেখুন

[সম্পাদনা]