বর্ফী! | |
---|---|
Barfi! | |
পরিচালক | অনুরাগ বসু |
প্রযোজক |
|
রচয়িতা | সঞ্জীব দত্ত (সংলাপ) |
চিত্রনাট্যকার | অনুরাগ বসু |
কাহিনিকার |
|
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | ইলিয়েনা ডি ক্রুজ |
সুরকার | প্রীতম চক্রবর্তী |
চিত্রগ্রাহক | রবি বর্মণ |
সম্পাদক | আকিব আলি |
প্রযোজনা কোম্পানি | ইশানা মুভিজ |
পরিবেশক | ইউটিভি মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫০ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৩৫ কোটি[২] |
আয় | ₹১৭৫ কোটি |
বর্ফী! (হিন্দি: बर्फी!) অনুরাগ বসু পরিচালিত ২০১২ সালের ভারতীয় কমেডি রোমান্টিক নাট্য চলচ্চিত্র। অনুরাগ বসু ও তনি বসুর কাহিনী ও চিত্রনাট্যে ছবিটির সংলাপ লিখেছেন সঞ্জীব কুমার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ও ইলিয়ানা ডি'ক্রুজ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুক্লা, আশিষ বিদ্যার্থী, রূপা গঙ্গোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
চলচ্চিত্রটি ২০১২ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায়। ₹৩০ কোটি বাজেটে নির্মিত চলচ্চিত্রটি সেবছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। ছবিটি ৮৫তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে ভারতীয় নিবেদন ছিল। ছবিটি ৫৮তম ফিল্মফেয়ার পুরস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন লাভ করে[৩] এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি পুরস্কার অর্জন করে।[৪]
চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হয় ২০১১ সালের মার্চ মাসে।[৫] মুম্বাইয়ে চিত্রায়ণ শুরু হয় ২০১১ সালে ২০ মার্চ থেকে এবং ২০১১ সালের মে মাস পর্যন্ত চলে। ২০১১ সালে মার্চে অনুরাগ বসু কোলকাতা যান শহরের ভিতরের স্থান চূড়ান্ত করতে এবং জুনে সকল অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে দার্জিলিং যান। ২০১১ সালের জুন থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছবিটির শুটিং হয়, বেশির ভাগ শুটিং হয় দার্জিলিংয়ে।[৬] ২০১২ সালের এপ্রিলে প্রিয়াঙ্কা চোপড়ার কয়েকটি দৃশ্য ছাড়া পুরো শুটিং শেষ হয়।[৭] শুটিং শেষ না হওয়ায় প্রযোজক মুক্তির তারিখ ১৩ জুলাই, ২০১২ কে পিছিয়ে ৩১ আগস্ট, ২০১২ নিয়ে যান।[৮]
বর্ফী! চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী। গানের কথা লিখেছেন স্বনন্দ কিরকিরে, সাঈদ কাদরী, আশিষ পণ্ডিত, ও অমিতাভ ভট্টাচার্য। ছবিতে ছয়টি মূল গান রয়েছে। গানগুলো ব্রাজিলীয় বজা নোভা থেকে অনুপ্রাণিত। প্রিয়াঙ্কা চোপড়ার এই ছবিতে একটি গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল, কিন্তু ইউনিভার্সাল মিউজিকের সাথে চুক্তির কারণে তারা তাকে গান গাইতে নিষেধ করে।[৯] এই চলচ্চিত্রে "ফাটাফাটি" শিরোনামের একটি গানের সুর করা হয় এবং কণ্ঠ দেন প্রীতম ও রণবীর কাপুর। রণবীর প্রথম বারের মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। কিন্তু গানটি ছবিতে ব্যবহার করা হয় নি। তবে পরে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়।[১০]
নং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "আলা বর্ফী" | স্বনন্দ কিরকিরে | মোহিত চৌহান | ৫:১৯ |
২. | "ম্যাঁ ক্যায়া কারোঁ" | আশিষ পণ্ডিত | নিখিল পল জর্জ | ৪:৩০ |
৩. | "কিউঁ" | নীলেশ মিশ্র | পাপন, সুনিধি চৌহান | ৪:২৬ |
৪. | "ফির লে আয়া দিল" | সাঈদ কাদরী | অরিজিৎ সিং | ৫:০৫ |
৫. | "আসিয়াঁ" | স্বনন্দ কিরকিরে | শ্রেয়া ঘোষাল, নিখিল পল জর্জ | ৩:৫৬ |
৬. | "সাবালি সি রাত" | স্বনন্দ কিরকিরে | অরিজিৎ সিং | ৫:০৮ |
৭. | "আসিয়াঁ (একক)" | স্বনন্দ কিরকিরে | নিখিল পল জর্জ | ৪:০৮ |
৮. | "ফাটাফাটি" | অমিতাভ ভট্টাচার্য | প্রীতম চক্রবর্তী, রণবীর কাপুর | ৩:৪৬ |