বলশায়া উসুরকা | |
---|---|
অবস্থান | |
দেশ | রাশিয়া |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
মোহনা | উসুরি নদী |
• স্থানাঙ্ক | ৪৫°৫৮′২৪″ উত্তর ১৩৩°৪০′২৮″ পূর্ব / ৪৫.৯৭৩৩৩° উত্তর ১৩৩.৬৭৪৪৪° পূর্ব |
দৈর্ঘ্য | ৫৬০ কিমি (৩৫০ মা) |
অববাহিকার আকার | ২২,৩০০ কিমি২ (৮,৬০০ মা২) |
অববাহিকার বৈশিষ্ট্য | |
ক্রমবৃদ্ধি | টেমপ্লেট:RUssuri |
বলশায়া উসুরকা ( রুশ: Большая Уссурка , আক্ষরিক অর্থে: "গ্রেট উসুরি") প্রাইমারস্কি ক্রাইয়ের রাশিয়ান সুদূর পূর্বের একটি নদী। এটি উসুরির একটি ডান শাখা নদী যা এটি ডালনেরেচেনসকের কাছে মিলিত হয়।
বলশায়া উসুরকার নিকাশী অববাহিকার ক্ষেত্রফল প্রায় ২৯,৬০০ বর্গকিলোমিটার (১১,৪০০ বর্গমাইল) । এটি ৪৪০ কিলোমিটার (২৭০ মাইল) দীর্ঘ।
বলশায়া উসুরকার প্রধান উপনদী নদী হয় ম্যালিনভকা, মারেভকা, নওমোভকা এবং আরমু ।