বস বর্ন টু রুল | |
---|---|
পরিচালক | বাবা যাদব |
প্রযোজক | রিলায়েন্স এন্টারটেইনমেন্ট গ্রাসরুট এন্টারটেইনমেন্ট |
চিত্রনাট্যকার | এন. কে. সলিল |
শ্রেষ্ঠাংশে | জিৎ শুভশ্রী গাঙ্গুলী |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
সম্পাদক | মহম্মদ কালাম |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | রিলায়েন্স এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
বস বর্ন টু রুল ২০১৩ সালের একটি বাংলা রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ও গ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং প্রথমবারের মত খ্যাতনামা কোরিওগ্রাফার বাবা যাদব পরিচালিত এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলী। তেলুগু চলচ্চিত্র বিজনেসম্যান-এর পুনঃনির্মাণ এই চলচ্চিত্র।
চলচ্চিত্রের পর্যালোচনা খুব ভাল না হলেও বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে।[১] এ সংগ্রহ নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়।[২]
এর কাহিনি গড়ে উঠেছে সূর্য (জিৎ) নামের এক সন্ত্রাসীকে ঘিরে, যে মুম্বইয়ের এক নম্বর মাফিয়া ডন হয়ে চায়। এভাবে সে রুশা (শুভশ্রী গাঙ্গুলী) নামের পুলিশ কমিশনার (চিরঞ্জিত)-এর মেয়ের প্রেমে পড়ে।
দ্য টাইমস অফ ইন্ডিয়া একে "খারাপ কাহিনি এবং দূর্বল চিত্রনাট্য" বলে দেয়।[৩] ইটস ইন.কম একে দিয়ে বলে "অধিক অনুমাননির্ভর"।[৪]
বস চলচ্চিত্রের ধারাবাহিকতায় ২০১৩ সালের সেপ্টেম্বরে ঘোষণা দেয়া হয় যে এই চলচ্চিত্রের "দ্বিতীয় পর্ব" নির্মিত হবে এবং এর কাহিনি হবে সম্পূর্ণ মৌলিক।[৫]
চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন জিৎ গাঙ্গুলী। দীর্ঘদিনের পর তিনি এই চলচ্চিত্রের গান দিয়ে আবারও আলোচনায় চলে আসেন।[২]
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "বস (টাইটেল ট্র্যাক)" | জিৎ গাঙ্গুলী | ৩:৩৩ |
২. | "মনমাঝি রে" | অরিজিৎ সিং | ৫:০৮ |
৩. | "ঝিংকুনাকুর নাক্কুনাকুর" | রানা মজুমদার, আকৃতি কক্কর | ৩:৪০ |
৪. | "ইচ্ছে যত উড়িয়ে দেব" | অরিজিৎ সিং, মোনালী ঠাকুর | ৩:৪২ |
৫. | "ঝিংকুনাকুর নাক্কুনাকুর (নাচ ভার্সন)" | অমিত কুমার, আকৃতি কক্কর | ৩:৪০ |
৬. | "বস ম্যাশ-আপ" | জিৎ গাঙ্গুলী, অনন্যারা | ৩:৫০ |
মোট দৈর্ঘ্য: | ২২:১৩ |
বাংলা চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |