বসিরহাট জেলা | |
---|---|
পশ্চিমবঙ্গের প্রস্তাবিত জেলা | |
অবস্থান পশ্চিমবঙ্গে | |
স্থানাঙ্ক: ২২°৪০′ উত্তর ৮৮°৫৩′ পূর্ব / ২২.৬৬° উত্তর ৮৮.৮৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
সদর দপ্তর | বসিরহাট |
ভাষা | |
• সরকারি | বাংলা |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | আইএসও ৩১৬৬-২:আইএন |
বসিরহাট জেলা[১] হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রস্তাবিত সীমান্তবর্তী জেলা।[২] জেলাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমাকে পৃথক করে বসিরহাট জেলা গঠন করা হবে। এই জেলার পূর্বে রয়েছে বাংলাদেশ পশ্চিমে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। উত্তরে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণে দক্ষিণ ২৪ পরগনা। জেলাটির প্রধান নদী হল ইছামতি। এই জেলার সদর দপ্তর হল বসিরহাট শহর। জেলাটিতে তিনটি পৌরসভা রয়েছে। এই পৌর শহর তিনটি হল - বসিরহাট, বাদুড়িয়া ও টাকি।
বসিরহাট জেলার পূর্ব দিকে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা। এই জেলার ঘোজাডাঙা স্থলবন্দরের দ্বারা বাংলাদেশের সঙ্গে ভারতের পণ্য আমদানি রপ্তানি হয়। জেলাটির দক্ষিণ প্রন্ত থেকে শুরু হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিশ্বের বিখ্যাত ও বৃহত্তম ম্যনগ্রভ বন সুন্দরবন অবস্থিত।
বসিরহাট জেলায় দু’টি মহকুমা রয়েছে। বসিরহাট (সদর) এবং মিনাখাঁ। জেলায় দশটি ব্লক রয়েছে। সেগুলি হলো— বাদুড়িয়া, বসিরহাট-১, বসিরহাট-২, হাড়োয়া, হাসনাবাদ, স্বরূপনগর, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি-১ এবং সন্দেশখালি-২।[৩]
প্রস্তাবিত বসিরহাট জেলার সমষ্টি উন্নয়ন ব্লকগুলির বর্তমান চিত্র নিম্নরূপ:[৪][৫][৫][৬][৭]
সমষ্টি উন্নয়ন ব্লক | সদর | আয়তন কিমি২ |
জনসংখ্যা (২০১১) |
তফসিলি জাতি % | তফসিলি উপজাতি % | হিন্দু % | মুসলমান % | সাক্ষরতার হার % |
জনগণনা নগর |
---|---|---|---|---|---|---|---|---|---|
বাদুড়িয়া | ঈশ্বরীগাছা | ১৭৯.৭২ | ২৮৫,৩১৯ | ১৬.৪১ | ০.৮৫ | ৩৪.৩৫ | ৬৫.৪৮ | ৭৮.৭৫ | ১ |
হাড়োয়া | হাড়োয়া | ১৫২.৭৩ | ২১৪,৪০১ | ২৩.৬২ | ৫.৯৪ | ৩৮.৭৬ | ৬১.১২ | ৭৩.১৩ | - |
স্বরূপনগর | স্বরূপনগর | ২১৫.১৩ | ২৫৬,০৭৫ | ৩১.০৬ | ০.২৫ | ৫২.১৭ | ৪৭.৫৮ | ৭৭.৫৭ | ১ |
মিনাখাঁ | মিনাখাঁ | ১৫৮.৮২ | ১৯৯,০৮৪ | ৩০.৪৩ | ৯.৩২ | ৪৭.৭৭ | ৫১.৬০ | ৭১.৩৩ | ২ |
হাসনাবাদ | হাসনাবাদ | ১৫৩.০৭ | ২০৩,২৬২ | ২৫.২৪ | ৩.৬৯ | ৪৩.৩৫ | ৫৬.৫১ | ৭১.৪৭ | ১ |
হিঙ্গলগঞ্জ | হিঙ্গলগঞ্জ | ২৩৮.৮০ | ১৭৪,৫৪৫ | ৬৬.০২ | ৭.৩০ | ৮৭.৯৭ | ১১.৮২ | ৭৬.৮৫ | ২ |
সন্দেশখালি ১ | নাজাত | ১৮২.৩০ | ১৬৪,৪৬৫ | ৩০.৯০ | ২৫.৯৫ | ৬৯.১৯ | ৩০.৪২ | ৭১.০৮ | - |
সন্দেশখালি ২ | দ্বারীর জঙ্গল | ১৯৭.২১ | ১৬০,৯৭৬ | ৪৪.৯১ | ২৩.৪২ | ৭৭.১৭ | ২২.২৭ | ৭০.৯৬ | - |
বসিরহাট ১ | বসিরহাট | ১১১.৮৪ | ১৭১,৬১৩ | ১২.৮৬ | ০.৭৪ | ৩১.২৪ | ৬৮.৫৪ | ৭২.১০ | ৩ |
বসিরহাট ২ | মথুরাপুর | ১২৭.৪২ | ২২৬,১৩০ | ৮.৭৫ | ২.৫১ | ২৯.৬৭ | ৭০.১০ | ৭৮.৩০ | ৩ |