বহুলা | |
---|---|
শহর | |
পশ্চিমবঙ্গের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৯′২৭″ উত্তর ৮৭°১১′৪৬″ পূর্ব / ২৩.৬৫৭৪১৯° উত্তর ৮৭.১৯৫৯৭৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পশ্চিম বর্ধমান |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,৫১০ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭১৩৩২২ |
লোকসভা কেন্দ্র | আসানসোল |
বিধানসভা কেন্দ্র | পাণ্ডবেশ্বর |
ওয়েবসাইট | bardhaman |
বহুলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন ব্লকের একটি শহর।
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে বহুলা শহরের জনসংখ্যা হল ১৭,৫১০ জন। এর মধ্যে পুরুষ ৯০৯৫ জন ৫২% এবং নারী ৮৪১৫ জন ৪৮%। এই শহরের জনসংখ্যার ২২০২ জন হল ৬ বছর বা তার কম বয়সী। বহুলাতে সাক্ষরতার হার ১১,৪৪৫ জন। ৬বছরের ঊর্ধ্বে জনসংখ্যার ৭৪.৭৬%।[১]
২০০১ সালের আদমশুমারি অনুসারে,[২] বহুলার জনসংখ্যা ছিল ১৬,২৬৪ জন। পুরুষ সাক্ষরতার হার ৫৫% এবং নারী সাক্ষরতার হার ৪৫%। বহুলার গড় সাক্ষরতা হার ৫৮%, সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বহুলার সাক্ষরতার হার কম। এই শহরের জনসংখ্যার ৬৪% পুরুষ এবং ৩৬% নারী শিক্ষিত। সমগ্র জনসংখ্যার ১৩% হলো ৬ বছরের কম বয়সী।
বহুলা একটি কয়লা খনি এলাকা। বহুলা কোল ইন্ডিয়া লিমিটেডের একটি সহায়ক সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের কেন্দা এরিয়ার অংশ। এলাকাটি জমি অধিগ্রহণের সমস্যা মোকাবিলা করছে।[৩] বহুলায় অনেক ইঞ্জিনিয়ারিং কলকারখানা রয়েছে।[৪]
ইসিএল ওয়েবসাইটের টেলিফোন নাম্বার অনুযায়ী, ২০১৮ সালে ইস্টার্ন কোলাফিল্ডের কেন্দা এলাকায় কর্মক্ষম কয়লাখনিগুলি হল: বহুলা কয়লাখনি, ছোড়া ব্লক ইনক্লাইন, সিআই জামবাদ কয়লাখনি, ছোড়া ওসিপি, হরিপুর কয়লাখনি, লোয়ার কেন্দা কয়লাখনি, নিউ কেন্দা কয়লাখনি, সিদুলি কয়লাখনি, এসকে ওসিপি এবং ওয়েস্ট কেন্দা ওসিপি।[৫]
বহুলায় তিনটি প্রাথমিক, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।[৬] বহুলা শশী স্মৃতি হাই স্কুল একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।[৭]
৫০টি শয্যাসহ আঞ্চলিক হাসপাতাল ইস্টার্ন কোলফিল্ড বহুলায় অবস্থিত।[৮]