বাঁকিপুর ছিল হুগলি নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন গ্রাম যা এখন পশ্চিমবঙ্গে ব্যারাকপুরের উত্তরে, ইশাপুরের একটু উত্তরে অবস্থিত। এটি এখন ব্যারাকপুরের একটি শহরতলী এবং উপকূলে অবস্থিত একটি গ্রাম বাঁকিপুর (খেজুরি)-এর সাথে বিভ্রান্ত হবেন না (অবস্থান ২১°৪৬′ উত্তর ৮৭°৫২′ পূর্ব / ২১.৭৬° উত্তর ৮৭.৮৬° পূর্ব)।[১]
অস্টেন্ড কোম্পানির প্রধান বন্দোবস্ত হিসেবে বাঁকিপুর জনপ্রিয় ছিল, যা অস্ট্রীয় সাম্রাজ্যের দ্বারা ভারতে পা রাখার জন্য করা এক মহান প্রচেষ্টার অন্তর্ভুক্ত ছিলো। অস্টেন্ড কোম্পানি ১৭২২-১৭২৩ সালে গঠিত হয়েছিল ও এক মিলিয়নেরও কম স্টার্লিংয়ের পুঁজি নিয়ে ভারতবর্ষে দুটি বসতি স্থাপন করা হয়েছিলো, একটি ব্রিটিশদের মাদ্রাজ ও ডাচদের সাদ্রাসের মধ্যে মাদ্রাজ উপকূলে কোবলম-এ এবং অন্যটি কলকাতায় ব্রিটিশ কোম্পানি ও ডাচ চিনসুরার মধ্যে হুগলিতে অবস্থিত ছিলো। ব্রিটিশ ও ডাচ উভয়ই ক্ষুব্ধ হয়েছিল এবং ১৭২৭ সালে শাসনসংক্রান্ত অনুমোদনের লক্ষ্যে ইউরোপীয় নিশ্চয়তা পাওয়ার জন্য ভিয়েনার আদালত কোম্পানিকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয় ও এর সনদ স্থগিত করে। এটি ১৭৮৪ সালে দেউলিয়া হয়ে যায় ও ১৭৯৩ সালে এর অস্তিত্ব বিলীন হয়ে যায়। কিন্তু এরই মধ্যে ১৭৩৩ সালে ব্রিটিশ ও ডাচরা হুগলিতে মুঘল সেনাপতিকে বাঁকিপুর আক্রমণ করতে রাজি করায়। তিনি বাঁকিপুর আক্রমণ ও এবং মাত্র চৌদ্দ সৈন্যের বাহিনী পালিয়ে গিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে। এভাবে সাম্রাজ্যবাদী অস্ট্রীয় স্বার্থ ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যায়।[২]