বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাতিষ্ঠানিক লোগো
সংক্ষেপে বারি গঠিত ৫ এপ্রিল, ১৯৭৩ ধরন সরকারি আইনি অবস্থা সক্রিয় সদরদপ্তর জয়দেবপুর, গাজীপুর যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ দাপ্তরিক ভাষা
বাংলা ও ইংরেজি মহাপরিচালক
ড. দেবাশীষ সরকার প্রধান অঙ্গ
কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট বারি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের সর্ব বৃহৎ একটি গবেষণা প্রতিষ্ঠান যা ২০৫ টির ও বেশি কৃষি বিষয়ক ফসলের গবেষণা কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি ডা.কাজী এম বদরুদ্দোজা দ্বারা স্থাপিত হয়েছে।
১৮৮০ সালে ব্রিটিশ ফেমিন কমিশনের রিপোর্টের ভিত্তিতে 'বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট' প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে কৃষি বিভাগকে এই ডিপার্টমেন্টের আওতামুক্ত করে 'পরমাণু কৃষি গবেষণাগার' প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রপতির আদেশ নং ৩২- বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ আদেশ, ১৯৭৩ বলে ৫ এপ্রিল, ১৯৭৩ সালে এই প্রতিষ্ঠানের নাম ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’ এ পরিবর্তন করে স্বায়ত্তশাসিত করা হয়।[ ১]
মাটি ও পানির বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে উদ্ভাবিত ফসলের বিভিন্ন জাতের মূল্যায়ন।
কৃষিক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানে বিভিন্ন অঞ্চলে গবেষণা কেন্দ্র, উপকেন্দ্র, প্রকল্প এলাকা এবং খামার প্রতিষ্ঠা করা।
দক্ষতার সাথে কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
গবেষণা উইং[ ২]
সেবা ও সরবরাহ উইং[ ৩]
প্রশিক্ষণ ও যোগাযোগ উইং[ ৪]
পরিকল্পনা ও মূল্যায়ন উইং[ ৫]
কন্দাল ফসল গবেষণা কেন্দ্র[ ৬]
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র[ ৭]
তৈল বীজ গবেষণা কেন্দ্র[ ৮]
উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র[ ৯]
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ[ ১০]
কৃষিতত্ত্ব বিভাগ[ ১১]
কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ[ ১২]
সরেজমিন গবেষণা বিভাগ[ ১৩]
উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ[ ১৪]
উদ্ভিদ প্রজনন বিভাগ[ ১৫]
কৃষি অর্থনীতি বিভাগ[ ১৬]
মেশিনারী মেরামত ও রক্ষণাবেক্ষণ বিভাগ[ ১৭]
ফার্ম মেশিনারী বিভাগ
পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ[ ১৮]
সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ[ ১৯]
বীজ প্রযুক্তি বিভাগ[ ২০]
খামার বিভাগ[ ২১]
উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগ[ ২২]
কীটতত্ত্ব বিভাগ[ ২৩]
জীব প্রযুক্তি বিভাগ[ ২৪]
অনিষ্টকারী মেরুদন্ডী প্রাণী বিভাগ[ ২৫]
↑ "পটভূমি, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "গবেষণা, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "সেবা, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "প্রশিক্ষণ, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "পরিকল্পনা, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "কন্দাল, বিএআরআই" (পিডিএফ) । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "উদ্যানতত্ত্ব, বিএআরআই" (পিডিএফ) । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "তৈল বীজ, বিএআরআই" (পিডিএফ) । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "উদ্ভিদ কৌলি, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "মৃত্তিকা বিজ্ঞান, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "কৃষিতত্ত্ব, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "কৃষি পরিসংখ্যান, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "সরেজমিন গবেষণা, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "উদ্ভিদ রোগতত্ত্ব, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "উদ্ভিদ প্রজনন, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "কৃষি অর্থনীতি, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "পোস্টহারভেস্ট, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "সেচ ও পানি ব্যবস্থাপনা, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "বীজ প্রযুক্তি, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "খামার, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "উদ্ভিদ শারীরতত্ত্ব, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "কীটতত্ত্ব, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "জীব প্রযুক্তি, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ "অনিষ্টকারী মেরুদন্ডী প্রাণী, বিএআরআই" । bari.gov.bd । সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ ।
↑ ক খ মামুন-উর-রশিদ (২০১২)। "বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট" । ইসলাম, সিরাজুল ; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা ; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা , বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি । আইএসবিএন 9843205901 । ওএল 30677644M । ওসিএলসি 883871743 ।
সাধারণ জাতীয় গ্রন্থাগার বৈজ্ঞানিক ডাটাবেজ অন্যান্য