দলের লোগো | ||||||||||||||||||
ডাকনাম | বাংলার বাঘ | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
অ্যাসোসিয়েশন | বাংলাদেশ ফুটবল ফেডারেশন | |||||||||||||||||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | |||||||||||||||||
প্রধান কোচ | অ্যান্ড্রু পিটার টার্নার | |||||||||||||||||
অধিনায়ক | ইয়াসিন আরাফাত | |||||||||||||||||
মাঠ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | |||||||||||||||||
ফিফা কোড | BAN | |||||||||||||||||
ওয়েবসাইট | bff | |||||||||||||||||
| ||||||||||||||||||
প্রথম আন্তর্জাতিক খেলা | ||||||||||||||||||
![]() ![]() (কুয়েত সিটি, কুয়েত; ৫ এপ্রিল ১৯৭৫) | ||||||||||||||||||
বৃহত্তম জয় | ||||||||||||||||||
![]() ![]() (তুর্কমেনিস্তান সিটি, তুর্কমেনিস্তান; ১০ অক্টোবর ২০১৩) | ||||||||||||||||||
বৃহত্তম পরাজয় | ||||||||||||||||||
![]() ![]() (দোহা, কাতার; ১৬ অক্টোবর ২০০২) | ||||||||||||||||||
এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ | ||||||||||||||||||
অংশগ্রহণ | ৬ (১৯৭৫-এ প্রথম) | |||||||||||||||||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (১৯৮০) | |||||||||||||||||
পদকের তথ্য
|
বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (যা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১] ১৯৭৫ সালের ৫ই এপ্রিল তারিখে, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কুয়েতের কুয়েত সিটিতে অনুষ্ঠিত ফিলিপাইন অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে তারা ০–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।
৩৬,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলার বাঘ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিকটবর্তী বিএফএফ ভবনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় অ্যান্ড্রু পিটার টার্নার এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাইফের রক্ষণভাগের খেলোয়াড় ইয়াসিন আরাফাত।[২][৩]
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এপর্যন্ত একবারও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এপর্যন্ত ৬ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৮০ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা, যেখানে তারা শুধুমাত্র ২ অর্জন করতে সক্ষম হয়েছিল।[৪]
ইয়াসিন আরাফাত, মাসুক মিয়া জনি, বিশ্বনাথ ঘোষ, জাফর ইকবাল এবং তপু বর্মনের মতো খেলোয়াড়গণ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
![]() |
উত্তীর্ণ হয়নি | |||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() |
কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল[৫] | |||||||
![]() |
অনির্ধারিত | |||||||
মোট | ০/২২ |
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ | যোগ্যতা | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | ফলাফল | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্ব.গো. | বি.গো. | স্কোয়াড | ম্যাচ | জয় | ড্র | হার | স্ব.গো. | বি.গো. | ||
![]() থেকে ![]() |
![]() |
![]() | |||||||||||||||
![]() ![]() |
অংশগ্রহণ করেননি | অংশগ্রহণ করেননি | |||||||||||||||
![]() |
গ্রুপ পর্ব |
১৬/১৯ | ৪ | ০ | ০ | ৪ | ২ | ৯ | - | সরাসরি অংশগ্রহণ | |||||||
![]() |
অংশগ্রহণ করেননি | অংশগ্রহণ করেননি | |||||||||||||||
![]() |
গ্রুপ পর্ব |
১২/১৩ | ২ | ০ | ০ | ২ | ০ | ৭ | – | সরাসরি অংশগ্রহণ | |||||||
![]() |
গ্রুপ পর্ব |
১০/১৯ | ৪ | ১ | ২ | ১ | ৪ | ৫ | – | স্বাগতিক হিসেবেসরাসরি অংশগ্রহণ | |||||||
![]() |
রাউন্ড রবিন |
৫/৫ | ৪ | ০ | ২ | ২ | ১ | ৭ | – | ৪ | ৩ | ০ | ১ | ৯ | ৩ | ||
![]() |
অংশ নেননি | অংশ নেননি | |||||||||||||||
![]() |
যোগ্যতা অর্জন করেনি | ৪ | ২ | ২ | ২ | ৩ | ৩ | ||||||||||
![]() ![]() |
অংশ করেনি | অংশ করনি | |||||||||||||||
![]() |
যোগ্যতা অর্জন করেনি | ৪ | ১ | ২ | ১ | ৫ | ৩ | ||||||||||
![]() |
৪ | ২ | ২ | ০ | ৪ | ১ | |||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||||
![]() |
গ্রুপ পর্ব |
৯/১০ | ৪ | ০ | ১ | ৩ | ৩ | ১২ | – | ২ | ২ | ০ | ০ | ৮ | ০ | ||
![]() |
যোগ্যতা অর্জন করেনি | ৩ | ২ | ০ | ১ | ৪ | ৬ | ||||||||||
![]() |
৩ | ২ | ১ | ০ | ৭ | ২ | |||||||||||
![]() |
গ্রুপ পর্ব |
১২/১২ | ৩ | ০ | ০ | ৩ | ০ | ১৩ | – | ৩ | ২ | ১ | ০ | ৮ | ২ | ||
![]() |
যোগ্যতা অর্জন করনি | ২ | ১ | ১ | ০ | ২ | ১ | ||||||||||
![]() |
২ | ০ | ০ | ২ | ০ | ৭ | |||||||||||
![]() |
সরিয়ে নিয়েছে | সরিয়ে নিয়েছে | |||||||||||||||
![]() |
যোগ্যতা অর্জন করেনি | ৫ | ১ | ১ | ৩ | ৬ | ১৪ | ||||||||||
![]() |
৪ | ১ | ০ | ৩ | ৩ | ১১ | |||||||||||
![]() |
২ | ১ | ০ | ১ | ৬ | ||||||||||||
![]() |
৩ | ১ | ১ | ৩ | ৫ | ||||||||||||
![]() |
৪ | ২ | ১ | ১ | ৫ | ১ | |||||||||||
![]() |
বাতিল | ৩ | ০ | ১ | ২ | ২ | ৬ | ||||||||||
![]() |
TBD | TBD | |||||||||||||||
মোট | গ্রুপ পর্ব | ৬/৪১ | ২১ | ১ | ৫ | ১৬ | ১০ | ৫৩ | — | ৫২ | ২৩ | ১২ | ১৯ | ৭০ | ৭১ |
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | ফলাফল | অবস্থান | ম্যাচ | জয় | ড্র* | হার | স্বগো | বিগো | |
![]() |
সেমিফাইনাল |
৩/৬ | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৩ | |
![]() |
রানার্স-আপ |
২/৫ | ৪ | ৩ | ০ | ১ | ৯ | ৫ | |
![]() |
রানার্স-আপ |
২/৬ | ৪ | ২ | ১ | ১ | ৮ | ২ | |
![]() |
রানার্স-আপ |
২/৫ | ৪ | ৩ | ১ | ১ | ১০ | ৭ | |
মোট | ৪/৪ (রানার্স- আপ) |
— | ১৫ | ৯ | ২ | ৫ | ৩০ | ১৬ |