এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(নভেম্বর ২০১৮) |
সংক্ষেপে | ZSB |
---|---|
গঠিত | ১৯৭২ |
ধরন | Scientific think tank |
উদ্দেশ্য | Promote and advance the science of zoology in all its branches |
সদরদপ্তর | ঢাকা বিশ্ববিদ্যালয় |
অবস্থান | |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | ইংরেজি বাংলা |
সভাপতি | অধ্যাপক খান হাবিবুর রহমান[১] |
Vice President | অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলাম ড. আনন্দ কুমার সাহা |
ওয়েবসাইট | www.zsbd.org.bd |
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাণিবিদদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। ১৯৭২ সালের ১৬ এপ্রিল বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |
অনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন।
|
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি নিয়মিত শংখচিল নামক বাংলা নিউজলেটার প্রকাশ করে থাকেন। এখানে শংখচিল এর সংস্করন এবং প্রকাশনা তারিখ দেয়া হলো।[২]
বছর | সভাপতি | সাধারণ সম্পাদক |
---|---|---|
১৯৭২-১৯৭৩ | অধ্যাপক এ কে এম আমিনুল হক | মো: কাজি জাকের হোসেন |
১৯৭৪-১৯৭৫ | ড. মো: ইউসুফ আলী | মো: কাজি জাকের হোসেন |
১৯৭৬-১৯৭৭ | ড. মো: ইউসুফ আলী | মো: কাজি জাকের হোসেন |
১৯৭৮-১৯৭৯ | অধ্যাপক কাজি জাকের হোসেন | ড. ডি এস ইসলাম |
১৯৮০-১৯৮১ | অধ্যাপক কাজি জাকের হোসেন | মো: শাহাদাত আলী |
১৯৮২-১৯৮৩ | অধ্যাপক মুস্তাফিজুর রহমান | মো: শাহাদাত আলী |
১৯৮৪-১৯৮৫ | অধ্যাপক মুস্টাফিজুর রহমান | মো: শাহাদাত আলী |
১৯৮৬-১৯৮৭ | অধ্যাপক কাজি জাকের হোসেন | আর ডব্লিউ আর পত্র |
১৯৮৮-১৯৮৯ | অধ্যাপক এস. এম. হুমায়ুন কবীর | ড. এ. কে. এম. নুরুজ্জামান |
১৯৯০-১৯৯১ | অধ্যাপক আনোয়ারা বেগম | ড. মোকসেদ আলী হাওলাদার |
১৯৯২-১৯৯৩ | অধ্যাপক শাহাদাত আলী | অধ্যাপক খালেকুজ্জামান |
১৯৯৪-১৯৯৫ | অধ্যাপক মাহমুদ-উল আমিন | ড. রেজাউর রহমান |
১৯৯৬-১৯৯৭ | অধ্যাপক এম. আফতাব হুসাইন | ড. মো: ইসমাইল হোসেন |
১৯৯৮-১৯৯৯ | অধ্যাপক শাহাদাত আলী | মঞ্জুর এ চৌধুরী |
২০০০-২০০১ | অধ্যাপক মাহমুদ-উল আমিন | ড. আবদুর রব মোল্লা |
২০০২-২০০৩ | অধ্যাপক মাহমুদ-উল আমিন | হুমায়ুন রেজা খান |
২০০৪-২০০৫ | অধ্যাপক ড. মোঃ আবুল বাশার | অধ্যাপক ড. এম. এ. হাওলাদার |
২০০৬-২০০৭ | অধ্যাপক ড. মোঃ আবুল বাশার | মোঃ নজরুল হক |
২০০৮-২০০৯ | অধ্যাপক মোঃ সোহরাব আলী | আবদুর রহমান |
২০১০-২০১১ | অধ্যাপক ড. মোঃ আবুল বাশার | ড. এস. এম. মঞ্জুরুল হান্নান খান |
২০১২-২০১৩ | মঞ্জুর এ চৌধুরী | অধ্যাপক ড. মো: নিয়ামুল নাসের |
২০১৪-বর্তমান | অধ্যাপক খাঁন হাবিবুর রহমান |