ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ তথা বাংলা এবং বাঙালি জনগণের অংশগ্রহণে সংঘটিত সামরিক সংঘাত এবং যুদ্ধসমূহকে এই তালিকায় স্থান দেয়া হয়েছে। এই সকল যুদ্ধের অধিকাংশই সংঘটিত হয়েছে যখন বাংলা পরাধীন ছিল।
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। (December 2017) |
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। (January 2017) |
১৩৩৮ খ্রিষ্টাব্দে বাংলা দিল্লি সালতানাত থেকে স্বাধীনতা লাভ করে এবং ১৫৭৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখে (কেবল ১৫৪০ এর দশকে স্বল্পস্থায়ী মুঘল ও আফগান অধিকার ব্যতীত)। এসময় বাংলার নিজস্ব সামরিক বাহিনী ছিল এবং তা বিভিন্ন যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষে অংশ নেয়।
যুদ্ধ | বাংলাদেশ এবং মিত্রপক্ষ |
প্রতিপক্ষ | ফলাফল |
---|---|---|---|
নেপালে বঙ্গীয় অভিযান (১৩৪৯-১৩৫০) অবস্থান: নেপাল |
বাংলা | নেপাল | বিজয়[১]
|
বাংলায় প্রথম দিল্লি আক্রমণ (১৩৫৩-১৩৫৪) অবস্থান: বাংলা |
বাংলা | দিল্লি সাম্রাজ্য | বিজয়[২] |
বাংলায় দ্বিতীয় দিল্লি আক্রমণ (১৩৫৮-১৩৬০) অবস্থান: বাংলা |
বাংলা | দিল্লি সাম্রাজ্য | বিজয়[৩] |
বাংলা সালতানাত–কামতা রাজ্যের যুদ্ধ (১৪৯৮) অবস্থান: আসাম |
বাংলা | কামতা রাজ্য | বিজয়[৪]
|
বাংলার চট্টগ্রাম অধিকার (১৫১২-১৫১৬) অবস্থান: চট্টগ্রাম |
বাংলা | আরাকান | বিজয়[৫] |
বাংলায় মুঘল আক্রমণ (১৫৭২-১৫৭৬) অবস্থান: বাংলা |
বাংলা | মুঘল সাম্রাজ্য | পরাজয় |
১৫৭৬ সালে মুঘল সাম্রাজ্য বাংলা অধিকার করে এবং এটিকে সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত করে। ১৭১৭ সালে মুঘল সুবাদার (প্রাদেশিক গভর্নর) মুর্শিদকুলি খাঁ বাংলার স্বাধীনতা ঘোষণা করার আগ পর্যন্ত মুঘল শাসন স্থায়ী হয়। এসময় বাঙালিরা মুঘলদের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করে এবং মুঘলদের নেতৃত্বে অনেক যুদ্ধে অংশগ্রহণ করে।
যুদ্ধ | বাংলাদেশ এবং মিত্রপক্ষ |
প্রতিপক্ষ | ফলাফল |
---|---|---|---|
চট্টগ্রাম অধিকার (১৬৬৫-১৬৬৬) |
বাংলা | আরাকান | বিজয় |
১৭১৭ সালে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বাংলার প্রাদেশিক গভর্নর মুর্শিদকুলি খাঁ মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজেকে বাংলার নবাব হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৭৬৪ সালে ব্রিটিশরা অধিকার করার পূর্ব পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। এসময় বাঙালিদের দ্বারা গঠিত বাংলার নিজস্ব সামরিক বাহিনী ছিল।
যুদ্ধ | বাংলাদেশ এবং মিত্রপক্ষ |
প্রতিপক্ষ | ফলাফল |
---|---|---|---|
বাংলায় মারাঠা আক্রমণ (১৭৪১-১৭৫১) |
বাংলা |
মারাঠা সাম্রাজ্য | সামরিক বিজয় রাজনৈতিক পরাজয়
|
প্রথম ইঙ্গ-বাংলা যুদ্ধ (১৭৫৬-১৭৫৭) |
বাংলা |
যুক্তরাজ্য | বিজয়
|
দ্বিতীয় ইঙ্গ-বাংলা যুদ্ধ (১৭৫৭) |
বাংলা |
যুক্তরাজ্য | পরাজয়
|
তৃতীয় ইঙ্গ-বাংলা যুদ্ধ (১৭৬৩-১৭৬৪) |
বাংলা |
যুক্তরাজ্য | পরাজয়
|
যুদ্ধ | বাংলাদেশ এবং মিত্রপক্ষ |
প্রতিপক্ষ | ফলাফল |
---|---|---|---|
ভারতীয় স্বাধীনতা যুদ্ধ (১৮৫৭-১৮৫৯) |
বাঙালি সিপাহী |
ব্রিটিশ সাম্রাজ্য
নেপাল রাজ্য |
পরাজয়
|
১৯৪৭ সালে পূর্ব বাংলা নবপ্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। প্রদেশটি ১৯৫৫ সাল পর্যন্ত পূর্ব বাংলা নাম ধারণ করেছিল। এসময় বাঙালিরা পাকিস্তান সামরিক বাহিনীর হয়ে কাজ করত এবং তারা পাকিস্তানের সাথে জড়িত বেশ কিছু সংঘর্ষে অংশ নেয়।
যুদ্ধ | বাংলাদেশ এবং মিত্রপক্ষ |
প্রতিপক্ষ | ফলাফল |
---|---|---|---|
ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৪৭ (১৯৪৭-১৯৪৯) |
পাকিস্তান | ভারত | যুদ্ধবিরতি |
১৯৫৫ সালে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয় এবং এটি পাকিস্তানি "এক ইউনিট" নীতির ভিত্তিতে পাকিস্তানের দুটি ইউনিটের একটিতে পরিণত হয়। ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান পাকিস্তানের একটি অংশ ছিল। এসময় বাঙালিরা পাকিস্তান সামরিক বাহিনীকে সেবা প্রদান অব্যাহত রাখে এবং পাকিস্তানের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে।
যুদ্ধ | বাংলাদেশ এবং মিত্রপক্ষ |
প্রতিপক্ষ | ফলাফল |
---|---|---|---|
ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫ (১৯৬৫) |
পাকিস্তান | ভারত | যুদ্ধবিরতি |
যুদ্ধ | বাংলাদেশ এবং মিত্রপক্ষ |
প্রতিপক্ষ | ফলাফল |
---|---|---|---|
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (১৯৭১) অবস্থান: বাংলাদেশ, পাকিস্তান এবং বঙ্গোপসাগর |
বাংলাদেশ ভারত |
পাকিস্তান | বিজয়
|
বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লব (১৯৭২-১৯৭৫) অবস্থান: বাংলাদেশ |
বাংলাদেশ | কমিউনিস্ট বিপ্লবী | বিজয়
|
পার্বত্য চট্টগ্রাম সংঘাত (১৯৭৭-১৯৯৭) অবস্থান: পার্বত্য চট্টগ্রাম |
বাংলাদেশ | উপজাতীয় বিপ্লবী | বিজয়
|
উপসাগরীয় যুদ্ধ (১৯৯১) |
বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব যুক্তরাজ্য মিশর ফ্রান্স সিরিয়া মরক্কো কুয়েত ওমান পাকিস্তান কানাডা সংযুক্ত আরব আমিরাত কাতার আরো ২০টি অন্যান্য রাষ্ট্র |
ইরাক | বিজয়
|
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংঘাত
(২০০০) অবস্থানঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত |
বাংলাদেশ | মিয়ানমার | বিজয়বাংলাদেশের কোনো হতাহত হয়নি।
মিয়ানমারের ৬০০ এর অধিক সেনা নিহত হয়। |
বাংলাদেশ-ভারত সীমান্ত সংঘর্ষ (২০০১) অবস্থান: বাংলাদেশ-ভারত সীমান্ত |
বাংলাদেশ | ভারত | যুদ্ধবিরতি
|
বাংলাদেশ রাইফেলস বিদ্রোহ (২০০৯) অবস্থান: ঢাকা |
বাংলাদেশ | বাংলাদেশ রাইফেলস এর বিদ্রোহীগণ | বিজয়
|
বাংলাদেশ-আরাকান সেনাবাহিনীর সংঘর্ষ (২০১৫) অবস্থান: বাংলাদেশ-মায়ানমার সীমান্ত |
বাংলাদেশ | আরাকান সেনাবাহিনী | বিজয়
|