বাংলাদেশ সচিবালয় | |
---|---|
বাংলাদেশ সচিবালয় | |
![]() | |
![]() সচিবালয় ভবনের প্রবেশপথ | |
![]() | |
সাধারণ তথ্যাবলী | |
ধরন | সরকারি স্থপনা |
অবস্থান | সেগুন বাগিচা, শাহবাগ থানা, ঢাকা, বাংলাদেশ |
ঠিকানা | আব্দুল গনি রোড, সেগুন বাগিচা, ঢাকা ১০০০ |
স্থানাঙ্ক | ২৩°৪৩′৪৪″ উত্তর ৯০°২৪′৩১″ পূর্ব / ২৩.৭২৮৮° উত্তর ৯০.৪০৮৬° পূর্ব |
নির্মাণ শুরু | ১৯৪৭ |
সম্পূর্ণ | ১৯৬৯ |
স্বত্বাধিকারী | বাংলাদেশ সরকার |
সচিবালয় বা বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর। বাংলাদেশ সরকারের সকল নির্বাহী বিভাগীয় কার্য সচিবালয়ে সম্পন্ন হয়।[১][২][৩] এটি বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুন বাগিচাতে অবস্থিত। ১৯৪৭ সালে নির্মিত একগুচ্ছ ভবন নিয়ে সচিবালয় গঠিত হয়, যা ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের সচিবালয় হিসেবে কার্যরত ছিল।
সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরও নিকটবর্তী করতে সরকার বহু বছর ধরে শের-ই-বাংলা নগরে একটি নতুন সচিবালয় তৈরির পরিকল্পনা করছে। নতুন ভবনটি বিশ্বখ্যাত স্থপতি লুই কানের তৈরি জাতীয় সংসদ ভবন ভবনের নকশার অনুরূপ করার বিবেচনা করা হচ্ছে। বর্তমান ভবনের বিকল্প প্রস্তাব করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করেন। এটি ১৪ তলা ফাউন্ডেশনের উপর চারটি নয় তলা ভবনসহ ৩২ একর জমির উপর নির্মিত হবে। তবে আপাতত রমনা থেকে সচিবালয় সরানোর চিন্তা বাদ দেওয়া হয়েছে।[৪]
*** জননিরাপত্তা বিভাগ *** সুরক্ষা সেবা বিভাগ