বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল | |
---|---|
![]() বাংলাদেশের সরকারি সিল | |
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় | |
সম্বোধনরীতি | মাননীয় |
আসন | বাংলাদেশ সুপ্রিম কোর্ট,ঢাকা, বাংলাদেশ |
মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদকাল | নির্দিষ্ট নয় |
গঠন | ১৯ ফেব্রুয়ারি ১৭৬৫ |
প্রথম | স্যার জন দে অ্যাডভোকেট জেনারেল |
ডেপুটি | অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি-জেনারেল এবং সহকারী অ্যাটর্নি-জেনারেল |
বেতন | রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত |
অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীগণের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান। ২০২৪ সালে ৮ই আগস্ট মহামান্য রাষ্ট্রপতি তাকে পদে নিয়োগ দেন।[১]
অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।
নং. | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ | কার্যকাল |
---|---|---|---|---|
১ | এম এইচ খন্দকার | ২১ জানুয়ারি ১৯৭২ | ১৭ ডিসেম্বর ১৯৭২ | ৩৩১ দিন |
২ | ফকির শাহাবুদ্দিন আহমেদ | ১৮ ডিসেম্বর ১৯৭২ | ২১ মার্চ ১৯৭৬ | ৩ বছর, ৯৪ দিন |
৩ | সৈয়দ ইশতিয়াক আহমেদ | ২২ মার্চ ১৯৭৬ | ৬ মে ১৯৭৬ | ৪৫ দিন |
৪ | খন্দকার আবু বকর | ১০ মে ১৯৭৬ | ১৩ মার্চ ১৯৮৫ | ৮ বছর, ৩০৭ দিন |
৫ | এম নুরুল্লাহ | ১৪ মার্চ ১৯৮৬ | ৬ এপ্রিল ১৯৯০ | ৪ বছর, ২৩ দিন |
৬ | রফিক-উল হক | ৭ এপ্রিল ১৯৯০ | ১৭ ডিসেম্বর ১৯৯০ | ২৫৪ দিন |
৭ | আমিনুল হক | ১৮ ডিসেম্বর ১৯৯০ | ১৩ জুলাই ১৯৯৫ | ৪ বছর, ২০৭ দিন |
৮ | এম নুরুল্লাহ | ২৬ জুলাই ১৯৯৫ | ২৬ জুন ১৯৯৬ | ৩৩৬ দিন |
৯ | কে এস নবী[২] | ৩১ জুলাই ১৯৯৬ | ৩ মে ১৯৯৮ | ১ বছর, ২৭৬ দিন |
১০ | মাহমুদুল ইসলাম[৩] | ১৬ জুলাই ১৯৯৮ | ০৯ অক্টোবর ২০০১ | ৩ বছর, ৮৫ দিন |
১১ | এ এফ হাসান আরিফ | ১৪ অক্টোবর ২০০১ | ৩০ এপ্রিল ২০০৫ | ৩ বছর, ১৯৮ দিন |
১২ | এ জে মোহাম্মদ আলী | ৩০ এপ্রিল ২০০৫ | ২৪ জানুয়ারি ২০০৭ | ১ বছর, ২৬৯ দিন |
১৩ | ফিদা এম কামাল | ৫ ফেব্রুয়ারি ২০০৭ | ১৬ জুলাই ২০০৮ | ১ বছর, ১৬২ দিন |
১৪ | সালাহউদ্দিন আহমেদ | ২০ জুলাই ২০০৮ | ১২ জানুয়ারি ২০০৯ | ১৭৬ দিন |
১৫ | মাহবুবে আলম | ১৩ জানুয়ারি ২০০৯ | ২৭ সেপ্টম্বর ২০২০ | ১১ বছর, ২৫৮ দিন |
১৬ | এ এম আমিন উদ্দিন | ৮ অক্টোবর ২০২০[৪] | ৭ আগস্ট ২০২৪ | ৩ বছর, ৩০৪ দিন |
১৭ | মোহাম্মদ আসাদুজ্জামান | ৮ আগস্ট ২০২৪ | অদ্যাবধি | ২৪১ দিন |