ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | বাইচুং ভুটিয়া[১] | |||||||||||||||||||||||||||||||
জন্ম | ১৫ ডিসেম্বর ১৯৭৬ | |||||||||||||||||||||||||||||||
জন্ম স্থান | টিনকিটাম, সিকিম, ভারত[২] | |||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)[২] | |||||||||||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||||||||||||||
১৯৯৩–১৯৯৫ | ইষ্টবেঙ্গল | ৯ | (১৭) | |||||||||||||||||||||||||||||
১৯৯৫–১৯৯৭ | জেসিটি | ২০ | (১৫) | |||||||||||||||||||||||||||||
১৯৯৭–১৯৯৯ | ইষ্টবেঙ্গল | ৩১ | (১৫) | |||||||||||||||||||||||||||||
১৯৯৯–২০০২ | বুরি | ৩৭ | (৮) | |||||||||||||||||||||||||||||
২০০২–২০০৩ | মোহনবাগান | ১১ | (৬) | |||||||||||||||||||||||||||||
২০০৩ | → পেরাক এফএ (ধার) | ৮ | (৪) | |||||||||||||||||||||||||||||
২০০৩–২০০৫ | ইস্টবেঙ্গল | ৩৮ | (২১) | |||||||||||||||||||||||||||||
২০০৫ | সেলাঙ্গর এমকে ল্যান্ড | ৫ | (৩) | |||||||||||||||||||||||||||||
২০০৫–২০০৬ | ইস্টবেঙ্গল | ১৬ | (১২) | |||||||||||||||||||||||||||||
২০০৬–২০০৯ | মোহনবাগান | ৪৫ | (১৯) | |||||||||||||||||||||||||||||
২০০৯–২০১১ | ইস্টবেঙ্গল | ৩ | (২) | |||||||||||||||||||||||||||||
২০১২–২০১৩ | ইউনাইটেড সিকিম | ৩ | (১) | |||||||||||||||||||||||||||||
২০১৫ | ইস্টবেঙ্গল | ০ | (০) | |||||||||||||||||||||||||||||
মোট | ২২৬ | (১০০) | ||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||
১৯৯৫–২০১১ | ভারত | ৮০ | (২৬) | |||||||||||||||||||||||||||||
পরিচালিত দল | ||||||||||||||||||||||||||||||||
২০১২ | ইউনাইটেড সিকিম (চেয়ারম্যান) | |||||||||||||||||||||||||||||||
২০১৮– | সিকিম | |||||||||||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
বাইচুং ভুটিয়া (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৭৬) একজন ভারতীয় ফুটবল খেলোয়াড়। বর্তমানে তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক এবং তিনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলছেন।
বাইচুং ভুটিয়ার জন্ম হয় ভারতের সিকিম রাজ্যের টিনকিটামে। তার পড়াশোনা আরম্ভ হয় পূর্ব সিকিমের পাকিয়ঙের (Pakyoung) সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ে। তিনি এরপর স্পোর্টস অথরিট অফ ইন্ডিয়ার স্কলারশিপ পান এবং গ্যাংটকের তাসি নামগ্যাল (Tashi Namgyal) অ্যাকাডেমিতে ভর্তি হন। তিনি সিকিমে অনেকগুলি বিদ্যালয় এবং স্থানীয় ক্লাবের হয়ে খেলেন। ১৯৯২ সালের সুব্রত কাপে তার খেলা তাকে বড় ক্রীড়া প্রতিষ্ঠানগুলির নজরে আনে।
১৯৯৩ সালে ষোলো বছর বয়েসে তিনি বিদ্যালয় ত্যাগ করেন এবং পেশাদারী ভাবে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন। ১৯৯৫ সালে তিনি ফাগোয়ারার জেসিটি মিলসে যোগ দেন। এই ক্লাবটি সে বছর জাতীয় ফুটবল লিগ জেতে। বাইচুং সেই বছরে জাতীয় লিগের সর্বোচ্চ গোলদাতা হন এবং নেহরু কাপে খেলার জন্য নির্বাচিত হন। তিনি '১৯৯৬ ইন্ডিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার' নির্বাচিত হন। এবং তার পর থেকে আরো বহু পুরস্কার তিনি জয় করেছেন।
বাইচুং ২০০৪ সালের ২৭ ডিসেম্বর তার দীর্ঘদিনের বান্ধবী মাধুরী টিপনিসকে বিয়ে করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |