বাইবেলীয় দৈববাণী

বাইবেলীয় দৈববাণী বাইবেলের এমন অনুচ্ছেদগুলো অন্তর্ভুক্ত করে যেগুলি ঈশ্বরের নিকট থেকে মানুষের নিকটে ধর্মপ্রবক্তাদের মাধ্যমে মানুষের সহিত ঈশ্বরের যোগাযোগের প্রতিফলন বলে দাবি করে। খ্রিস্টানগণ বাইবেলীয় ধর্মপ্রবক্তাদের ঈশ্বর থেকে দৈববাণী প্রাপ্ত হিসেবে বিবেচনা করে।[তথ্যসূত্র প্রয়োজন]

দৈববাণীমূলক উত্তরণগুলি—প্রত্যাদেশ, বিশদ ব্যাখ্যা, উপদেশ বা ভবিষ্যদ্বাণী[]—বাইবেলের আখ্যান জুড়ে ব্যাপকভাবে আবণ্টিত। বাইবেলে কিছু ভবিষ্যত-দর্শন দৈববাণী শর্তসাপেক্ষ, শর্তগুলো হয় অস্পষ্ট অনুমান বা স্পষ্ট কথিত।[তথ্যসূত্র প্রয়োজন]

সাধারণভাবে, বাইবেলীয় দৈববাণীতে বিশ্বাসীরা শাস্ত্রের ব্যাখ্যাহের্মেনেত্য জড়িত থাকে যা তারা বিশ্বাস করে যে বিশ্ব রাজনীতি, প্রাকৃতিক দুর্যোগ, ইস্রায়েল জাতির ভবিষ্যত, মশীহের আগমন এবং মশীহ রাজ্যের বর্ণনার পাশাপাশি মানবজাতির চূড়ান্ত নিয়তি রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "prophecy"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনঅক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।  (Sসাবস্ক্রিপশন বা পার্টিশিপেটিং ইনস্টিটিউট মেম্বারশিপ প্রয়োজনীয়.) "b. An instance of divinely inspired speech or writing; a revelation from God or a god; a prophetic text. Also as a mass noun: such writings considered collectively."

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]