বাকি বার্ন্স | |
---|---|
প্রকাশনার তথ্য | |
প্রকাশক | মার্ভেল কমিক্স |
প্রথম আবির্ভাব | বাকি হিসেবে: ক্যাপ্টেন আমেরিকা কমিক্স #১ (মার্চ ১৯৪১) উইন্টার সোলজার হিসেবে: ক্যাপ্টেন আমেরিকা #১ (জানুয়ারি ২০০৫) ক্যাপ্টেন আমেরিকা হিসেবে: ক্যাপ্টেন আমেরিকা #৩৪ (জানুয়ারি ২০০৮) |
নির্মাতা | বাকি: জো সাইমন জ্যাক কার্বি উইন্টার সোলজার: এড ব্রুবেকার স্টিভ এপ্টিং |
কাহিনীর তথ্য | |
অন্য সত্তা | জেমস বাকানান বার্ন্স |
দলের অন্তর্ভুক্তি | ইন্ভেডার্স ইয়াঙ্গ এলাইস কিড কমান্ডোস অ্যাভেঞ্জার্স থান্ডারবোল্টস ডিপার্টমেন্ট এক্স লিজিয়ন অফ দ্য আনলিভিং |
সহযোগী | ক্যাপ্টেন আমেরিকা ব্ল্যাক উইডো শ্যারন কার্টার |
উল্লেখযোগ্য ছদ্মনাম | বাকি, উইন্টার সোলজার, ক্যাপ্টেন আমেরিকা |
ক্ষমতা | দক্ষ মল্লযোদ্ধা, মার্শাল শিল্পী ও লক্ষ্যভেদী অগ্রিম স্কাউট সামরিক অস্ত্রের ব্যবহার এবং চাকু নিক্ষেপ উইন্টার সোলজার: দক্ষ গুপ্তহত্যাকারী এবং গুপ্তচর সাইবারনেটিক বাম হাতের মাধ্যমে: অতিমানবীয় বলশক্তি উচ্চতর প্রতিক্রিয়া সময় শক্তির অভিক্ষেপ ইএমপি নির্গমনতা হলোগ্রাফিক প্রক্ষেপণ ক্যাপ্টেন আমেরিকা হিসেবে: একটি ভাইব্রেনিয়াম খাদের ঢাল বহন করে একটি অভিঘাত শোষনকারী পরিচ্ছদ পরিধান করে প্রচলিত অস্ত্রের ব্যবহার |
জেমস বাকানান "বাকি" বার্ন্স হলো মার্ভেল কমিক্স দ্বারা প্রকাশিত মার্কিন কমিক বইয়ের একটি কাল্পনিক সুপারহিরো। চরিত্রটিকে শুরুতে ক্যাপ্টেন আমেরিকা-এর পার্শ্ব সহযোগী হিসেবে প্রবর্তিত করা হয় এবং চরিত্রটি জো সাইমন ও জ্যাক কার্বি দ্বারা তৈরিকৃত। চরিত্রটি আসল ও সবচেয়ে সুপরিচিত বাকি-এর প্রতিমূর্তি হিসেবে ক্যাপ্টেন আমেরিকা কমিক্স #১ (প্রচ্ছদের তারিখ মার্চ ১৯৪১)-এ প্রথমবারের জন্য আবির্ভূত হয়, যা মার্ভেলের পূর্বসরি, টাইমলি কমিক্স দ্বারা প্রকাশ করা হয়।[১] চরিত্রটিকে মগজধোলাই করা গুপ্তহত্যাকারী উইন্টার সোলজার (রুশ: Зимний Солдат, অনুবাদ. জিমিনি সোলদেথ; বেলারুশীয়: Зімовы Салдат অনুবাদ. জিমোভি সোলদাথ; উজবেক: Qish Askari অনুবাদ. কিস আস্কারি) হিসেবে এটির অনুমিত মৃত্যুবরণ থেকে নিয়ে আসা হয়। পরবর্তীতে যখন স্টিভ রজার্সকে মৃত হিসেবে ধরে নেওয়া হয়, তখন চরিত্রটি ক্যাপ্টেন আমেরিকা-এর ভূমিকা ধারণ করে। আইজিএন বাকি বার্ন্স রবিন-এর পরে সর্বসময়ের শ্রেষ্ঠ কমিক বই বীরদের মধ্যে ৫৩ম স্থানের অধিকারী। সহজেই, বাকি কমিক বইয়ের স্বর্ণ যুগের কিংবদন্তি সুপারহিরো সহায়ক এবং ক্যাপ্টেন আমেরিকা হওয়ার তার ভূমিকা থেকেই, তাকে মার্ভেল মহাবিশ্বের মুখ্য খেলোয়াড়দের মধ্যে একজন।[২] আইজিএন আবার বাকিকে তাদের ২০১২ সালের "শীর্ষ ৫০জন অ্যাভেঞ্জার্স" তালিকায় #৮ হিসেবে তালিকাভুক্ত করা হয়।[৩]
সেবাস্টিয়্যান স্ট্যান মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স চলচ্চিত্র ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার (২০১১),[৪] ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার (২০১৪),[৫] ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬),[৬][৭][৮] অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮)[৯] এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯)[১০]-এ চরিত্রটির ভূমিকায় অভিনয় করেন যার পাশাপাশি রয়েছে অ্যান্ট-ম্যান (২০১৫)[১১] ও ব্ল্যাক প্যান্থার (২০১৮)[১২]-এ তার ক্যামিও। স্ট্যান ডিজনি+-এর আসন্ন ধারাবাহিক ফ্যালকন এন্ড উইন্টার সোলজার-এ তার ভূমিকায় অভিনয়ের জন্য পুনরাবৃত্তি করবেন।[১৩]