বাগমতী প্রদেশ बागमती प्रदेश | |
---|---|
প্রদেশ | |
উপরে বাম থেকে ডানে: ভক্তপুর দরবার স্কোয়ার, গোসাইকুন্ড, পশুপতিনাথ মন্দির, পাটন দরবার স্কোয়ার, স্বয়ম্ভূনাথ, গৌরীশঙ্কর, হনুমান ঢোকা এবং চিতওয়ান জাতীয় উদ্যানে এক শৃঙ্গযুক্ত গণ্ডার | |
![]() বাগমতী প্রদেশের অবস্থান | |
![]() বাগমতী প্রদেশের মানচিত্র | |
দেশ | ![]() |
প্রতিষ্ঠা | ২০ সেপ্টেম্বর ২০১৫ |
রাজধানী | হেটৌডা (অস্থায়ী) |
বৃহত্তম শহর | কাঠমান্ডু |
জেলা | ১৩ |
সরকার | |
• শাসক | বাগমতী প্রদেশ সরকার |
• গভর্নর | অনুরাধা কৈরালা |
• মুখ্যমন্ত্রী | ডোরমণি পৌডেল (এনসিপি) |
• উচ্চ আদালত | পাটন উচ্চ আদালত |
• প্রদেশ সভা | এক কক্ষবিশিষ্ট (১১০ আসন) |
• প্রতিনিধি সভায় আসন | ৩৩ |
আয়তন | |
• মোট | ২০,৩০০ বর্গকিমি (৭,৮০০ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৫ম |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৫,২৯,৪৫২ |
• ক্রম | ১ম |
• জনঘনত্ব | ২৭০/বর্গকিমি (৭১০/বর্গমাইল) |
• ঘনত্বের ক্রম | ২য় |
বিশেষণ |
|
সময় অঞ্চল | এনএসটি (ইউটিসি+০৫:৪৫) |
ভৌগোলিক কোড | এনপি-টিএইচ |
প্রধান ভাষাসমূহ | ১. নেপালি ভাষা (৫৭.৪২%) ২. তামাং ভাষা (১৮.৩১%) ৩. নেপাল ভাষা (১২.২৯%) |
এইচডিআই সূচক | ০.৫৬০ (মধ্যম) |
সাক্ষরতা | ৭৪.৮৫% |
লিঙ্গানুপাত | ৯৮.৭৭ ♂/১০০ ♀ (২০১১) |
ওয়েবসাইট | https://ocmcm.p3.gov.np/ |
বাগমতী প্রদেশ (बागमती प्रदेश) নেপালের নতুন সংবিধান অনুসারে গঠিত সাতটি প্রদেশের অন্যতম। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর এই প্রদেশ গঠিত হয়।[১] নেপালের রাজধানী কাঠমান্ডু এই প্রদেশেই অবস্থিত। বাগমতী প্রদেশের উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, পূর্বে প্রদেশ নং ১, পশ্চিমে গণ্ডকী প্রদেশ এবং দক্ষিণে প্রদেশ নং ২ ও ভারতের বিহার রাজ্য অবস্থিত। ২০১৮ সালের ১৭ জানুয়ারি মন্ত্রীসভার বৈঠকে হেটৌডাকে প্রদেশের অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রদেশ নং ৩ এর নামকরণ করা হয় বাগমতী প্রদেশ।
এই প্রদেশের ভূ-প্রকৃতি পার্বত্য অঞ্চলময়। সুউচ্চ গৌরীশঙ্কর, লাংতাং, জুগাল ও গণেশ পর্বত এ প্রদেশে অবস্থিত। প্রদেশের আয়তন ২০,৩০০ বর্গ কিলোমিটার, যা নেপালের মোট আয়তনের প্রায় ১৪%। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা পর্ণমোচী, সরলবর্গীয় বন ও আলপাইন বনের জন্য সহায়ক। সমুদ্র-পৃষ্ঠ থেকে উচ্চতার উপরে তাপমাত্রা নির্ভর করে। সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
নেপালের নতুন সংবিধান অনুসারে প্রদেশ নং ৩ এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন গভর্নর, প্রদেশ সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী এবং প্রদেশের বিচার বিভাগের প্রধান হলেন পাটন উচ্চ আদালতের প্রধান বিচারপতি।[২] প্রদেশ নং ৩ এর বর্তমান গভর্নর অনুরাধা কৈরালা, মুখ্যমন্ত্রী ডোরমনি পৌডেল এবং পাটন উচ্চ আদালতের প্রধান বিচারপতি হলেন টেক বাহাদুর মোকতান[৩][৪] প্রদেশ নং ৩ এর প্রদেশ সভার আসন সংখ্যা ১১০টি। কেন্দ্রীয় প্রতিনিধি সভার ৩৫ জন সদস্য এই প্রদেশ থেকে নির্বাচিত হন।[৫]
অন্যান্য প্রদেশের মতো, প্রদেশ নং ৩ এর প্রদেশ সভা এক কক্ষবিশিষ্ট। প্রতিটি প্রদেশ সভার মেয়াদ পাঁচ বছর। প্রদেশ সভার অস্থায়ী কার্যালয় হেটৌডার আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরে অবস্থিত।[৬]
প্রদেশ নং ৩ এ মোট তেরোটি জেলা রয়েছে। প্রতিটি জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেন জেলা সমন্বয় সমিতির প্রধান ও জেলা প্রশাসন কর্মকর্তা। প্রতিটি জেলাকে আবার নগর ও গ্রামপালিকায় বিভক্ত করা হয়েছে। প্রদেশ নং ৩-এ একটি মহানগর, একটি উপ-মহানগর, ৪১টি নগর ও ৭৪ টি গ্রামপালিকা রয়েছে।[৭]
প্রদেশ নং ৩ এর জেলাসমূহ হলো:
প্রদেশ নং ৩ জনসংখ্যার দিক থেকে নেপালের সর্ববৃহৎ প্রদেশ। নেওয়ার, তামাং, শেরপা, থারু, চেপাং, জিরেল, ব্রাহ্মণ, ছেত্রী প্রভৃতি বৈচিত্র্যময় সংস্কৃতির জাতিসত্তার মানুষ এখানে বাস করে।[৮] ২০১৭ সালের প্রতিনিধি সভা ও প্রদেশ সভা নির্বাচনে এই প্রদেশ থেকে সর্বাধিক সংখ্যক ভোটার অংশ নেয়।
সাধারণত জেলার বা শহরের নামানুসারে প্রদেশের অধিবাসীদের বিশেষায়িত করা হয়। তবে সমগ্র প্রদেশকে নির্দেশ করতে নেপালমন্ডলী নামটি ব্যবহৃত হয়।
|ওয়েবসাইট=
এবং |কর্ম=
উল্লেখ করা হয়েছে (সাহায্য)