বাঞ্ছারামপুর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে বাঞ্ছারামপুর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৪৬′৩১″ উত্তর ৯০°৪৮′৪২″ পূর্ব / ২৩.৭৭৫২৮° উত্তর ৯০.৮১১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
আয়তন | |
• মোট | ১৮৭.৩১ বর্গকিমি (৭২.৩২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৯৮,৪৩০ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১২ ০৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাঞ্ছারামপুর উপজেলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রশাসনিক এলাকা।
বাঞ্ছারামপুর উপজেলার আয়তন ১৮৭.৩১ বর্গ কিলোমিটার (৪৬,২৮৫ একর)।[১] এ উপজেলার উত্তরে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলা, দক্ষিণে তিতাস নদী ও কুমিল্লা জেলার হোমনা উপজেলা, পূর্বে নবীনগর উপজেলা ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা ও নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলা।
১৯১২ সালে এখানে পুলিশ ফাঁড়ি স্থাপিত হয় এবং ১৯২০ সালে ৭টি ইউনিয়ন নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ থানায় এবং পরবর্তীতে ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় বাঞ্ছারামপুর উপজেলা।
জনশ্রুতি আছে, ঢাকার তৎকালীন জমিদার রূপলাল বাবুর একজন বিশ্বস্ত রায়ত বাঞ্ছারাম দাস বর্তমান উপজেলা সদরে বাস করতেন। তার আচার-ব্যবহার এবং কাজকর্মের বিশ্বস্ততা ও আনুগত্যের প্রতি সন্তুষ্ট হয়ে তার নামে এই অঞ্চলের নামকরণ করা হয় বাঞ্ছারামপুর।
বাঞ্ছারামপুর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বাঞ্ছারামপুর থানার আওতাধীন।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলার মোট জনসংখ্যা ২,৯৮,৪৩০ জন। এর মধ্যে পুরুষ ১,৩৯,১১৮ জন এবং মহিলা ১,৫৯,৩১২ জন। মোট পরিবার ৫৯,৬৯৯টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৫৯৩ জন।[২]
বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০২২ ইং সালের আদমশুমারি অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলার সাক্ষরতার হার ১১৮.৫%।[৩] এখানে রয়েছেঃ
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:
স্বাস্থ্য সেবাদানের জন্য রয়েছে:
এখানকার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কৃষক।
ব্রাক, আশা, গ্রামীণ ব্যাংক সক্রিয় এনজিওদের মধ্যে অন্যতম।
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৪] | সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৪৮ ব্রাহ্মণবাড়িয়া-৬ | বাঞ্ছারামপুর উপজেলা | এ বি তাজুল ইসলাম | বাংলাদেশ আওয়ামী লীগ |
<ref>
ট্যাগ বৈধ নয়; উপজেলার পপরিসংখ্যান
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি