কোনও গ্রন্থ প্রকাশনীর বাণিজ্যিক নাম বলতে প্রকাশনীটি যে নামের অধীনে কোনও গ্রন্থ বা রচনাকর্ম প্রকাশ করে, অর্থাৎ যে নামটি গ্রন্থের মলাটে বা ভেতরে মুদ্রিত হয়, তাকে বোঝায়। একটিমাত্র প্রকাশনী একাধিক বাণিজ্যিক নামের অধীনে প্রকাশনা করতে পারে। এক্ষেত্রে বাজারের ভিন্ন ভিন্ন খণ্ডাংশের তথা ভিন্ন ভিন্ন ভোক্তাশ্রেণীর কাছে বিপণনের উদ্দেশ্যে প্রায়শই একেকটি বাণিজ্যিক নামকে মার্কার মতো ব্যবহার করা হয়।[১]
প্রকাশনীর বাণিজ্যিক নামের সাধারণত একটি সুসংজ্ঞায়িত লক্ষ্য থাকে। কোনও কোনও ক্ষেত্রে বৃহত্তর কোনও প্রকাশনী অপেক্ষাকৃত ক্ষুদ্রতর কোনও প্রকাশনীকে কিনে নিলে ক্ষুদ্রতর প্রকাশনীগুলির নামগুলিকে বাণিজ্যিক নাম হিসেবে রেখে দেওয়া হয়। যেমন নিউইয়র্কভিত্তিক প্রকাশনী ভাইকিং প্রেস ১৯২৫ সালে একটি স্বতন্ত্র প্রকাশনী হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৭৫ সাল থেকে এটি পেঙ্গুইন গ্রুপ নামক প্রকাশনী সংস্থার মালিকানাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়। তবে এটি এখন পেঙ্গুইনের অধীনস্থ একটি বাণিজ্যিক নাম, যার লক্ষ্য "কঠোরভাবে সীমিত একটি তালিকার উন্নত বাস্তব তথ্যভিত্তিক রচনাবলি (নন-ফিকশন), যেমন আত্মজীবনী, ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলির উপরে লিখিত রচনা এবং ক্ষণস্থায়ী আগ্রহের জনপ্রিয় কল্পসাহিত্যের বদলে দীর্ঘস্থায়ী গুরুত্বের কল্পসাহিত্য প্রকাশ করা।"[২]
ইংরেজিভাষী পরিমণ্ডলে প্রকাশনীর বাণিজ্যিক নামকে ইমপ্রিন্ট (imprint) বলা হয়ে থাকে।