বাণী রাণী | |
---|---|
পরিচালক | তোপি চাণক্য সি ভি রাজেন্দ্র |
প্রযোজক | বি. নাগি রেডডি চক্রপাণি |
কাহিনিকার | সেলিম খান-জাভেদ আখতার |
উৎস | সেলিম-জাভেদ কর্তৃক সীতা অর গীতা |
শ্রেষ্ঠাংশে | শিবাজি গণেশন বানিশ্রী |
সুরকার | কে ভি মহাদেব, গীতি: কন্নদাস |
চিত্রগ্রাহক | টি এম সুন্দরবাবু |
সম্পাদক | কে এ মার্তান্ডাম ডি জি জয়রাম |
প্রযোজনা কোম্পানি | বিজয়া প্রোডাকশন্স |
পরিবেশক | বিজয়া প্রোডাকশন্স |
মুক্তি | ১২ এপ্রিল ১৯৭৪ |
স্থিতিকাল | ১৩৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
বাণী রাণী (তামিল: வாணி ராணி) হচ্ছে ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। সি ভি রাজেন্দ্র এবং তোপি চাণক্য যৌথভাবে এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন। চলচ্চিত্রটি হিন্দি চলচ্চিত্র সীতা অর গীতার পুনঃনির্মাণ ছিলো; হিন্দি চলচ্চিত্রটিতে ছিলেন ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার এবং হেমা মালিনী আর এই তামিল সংস্করণে শিবাজি গণেশন, বানিশ্রী এবং আর. মুথুরমণ ছিলেন। সীতা অর গীতা চলচ্চিত্রটি আবার তেলুগু ভাষায় 'গাঙ্গা মাঙ্গা' নামে নির্মাণ করা হয়েছিলো এবং বানিশ্রী ওখানেও ছিলেন তবে সেটা ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিলো।[১]
এই চলচ্চিত্রটি ছিলো হিন্দি ভাষার চলচ্চিত্র সীতা অর গীতা-এর পুনঃনির্মাণ যেটা ছিলো ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত এবং অনেক জনপ্রিয়।[২] তোপি চাণক্য একাই এই চলচ্চিত্রটি বানাচ্ছিলেন কিন্তু হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে সি ভি রাজেন্দ্র চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব নেন।[৩][৪] চাণক্য আর রাজেন্দ্র দুজনেরই পরিচালনা চলচ্চিত্র-সমালোচকদের দ্বারা ইতিবাচক সাড়া পেয়েছিলো।[৫]