বাতোঁ বাতোঁ মেঁ | |
---|---|
পরিচালক | বাসু চ্যাটার্জী |
প্রযোজক | বাসু চ্যাটার্জী |
শ্রেষ্ঠাংশে | অমল পালেকর টিনা মুনিম পার্ল পদমসী |
সুরকার | রাজেশ রোশন |
মুক্তি | ১৩ এপ্রিল ১৯৭৯ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
বাতোঁ বাতোঁ মেঁ (হিন্দি: बातों बातों में, অনুবাদ 'কথায় কথায়') হচ্ছে ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র যার প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জী। চলচ্চিত্রটিতে অভিনয় করেন অমল পালেকর, টিনা মুনিম, ড্যাভিড,পার্ল পদমসী, আসরানি, এবং রণজিৎ চৌধুরী।
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন রাজেশ রোশন। চলচ্চিত্রটির সবগুলো গানই দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করে।
এই পরিচ্ছেদটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনো কম্পিউটার অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক অনুবাদ করে থাকতে পারেন। |
রাজেস প্রেরা (পার্ল পদ্মসি) একজন বিধবা যে তার পুত্র শাভি (রনজিৎ চ্যাটার্জী) এবং তার আদের বন্যা, ন্যানছি (টিনা মুনিম) এর সাথে থাকে।তার বোন একজন সুদার্শন পুরুষের সাথে বিবাহ করতে চায়।তার ভাই এবং টম ডেভিড একজনকে পরিচয় করিয়ে দেয়,সেই ব্যক্তিটির নাম হলো (অমল পালেকর)।তাদের পরিচয় হয় সাকাল ৯.১০ এ ওয়েস্টার্ণ এর লোকাল ররেলওয়ে স্টেশনে।তারা বান্দ্রা থেকে কুরুচগেটে যাচ্ছিল।টম তার সাথে আরেক জনকে পরিচয় করিয়ে দেয় তার ননাম টনি রজি।তারপর দুজনের ভিতর বন্ধুত্ব হয়ে উঠে।ন্যান্সি তাকে মনে মনে ভালোবেসে ফেলে।চলচ্চিত্রের শেষ দির্শে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।দ
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন রাজেশ রোশন। গানের তালিকাঃ