বাইবেলের বর্ণনা অনুযায়ী বাতশেবা (/bæθˈʃiːbə/ or /ˈbæθʃɪbə/; হিব্রু ভাষায়: בַּת־שֶׁבַע, Baṯ-šeḇaʿ, Bat-Sheva or Batsheva, "daughter of Sheba" or "daughter of the oath")[১] হিতীয় বংশোদ্ভূত উরিয়ের স্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি রাজা দায়ূদের স্ত্রী হন। বাতশেবা রাজা সলোমনের মা। সলোমনই পরবর্তীতে দায়ূদের স্থলাভিষিক্ত হয়ে রাজা হিসেবে ক্ষমতায় আসেন। একবার রাজা দায়ূদ বাতশেবাকে স্নান করতে দেখেন এবং তার প্রতি আকৃষ্ট হন - বাইবেলের এই ঘটনার জন্যই বাতশেবা সবচেয়ে বেশি পরিচিত।[২]