বাদাম কিচক Chestnut Angle | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Hesperiidae |
গণ: | Odontoptilum |
প্রজাতি: | O. angulata |
দ্বিপদী নাম | |
Odontoptilum angulata (C. Felder, 1862) | |
প্রতিশব্দ | |
Achlyodes sura Moore, 1865[১] |
বাদাম কিচক[২] (বৈজ্ঞানিক নাম: Odontoptilum angulata (C. Felder)[৩]) এক প্রজাতির মাঝারী আকারের প্রজাপতি। এরা ‘হেসপেরায়িডি’ গোত্রের এবং 'পায়ারজিনি' উপগোত্রের সদস্য।[৪]
বাদাম কিচক এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৪০-৪৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]
ভারতে প্রাপ্ত বাদাম কিচক এর উপপ্রজাতি হল-[৫]
এই প্রজাতি ভারত[৬] এর মহারাস্ট্র, হিমাচল প্রদেশ থেকে অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৪]
এই প্রজাতিদের প্রায়শই দেখা যায়। এদের উড়ান দ্রুত এবং মাঝে মাঝেই অদৃশ্য হয়ে পড়ে। আর্দ্র মাটি এবং পাখির বিষ্ঠা থেকে এরা প্রয়োজনীয় খনিজ লবণ সংগ্রহ করে। কদাচিৎ ফুলের উপর দেখা যায়। পাদদেশ থেকে ২৪০০ মিটার উচ্চতা পর্যন্ত বন-জঙ্গল এরা পছন্দ করে। এর ডানা প্রায় সব সময় খোলা রাখে।[৭]