প্রতিষ্ঠাকাল | ২০০৫ |
---|---|
সদরদপ্তর | |
পণ্যসমূহ | প্রসাধনী |
মাতৃ-প্রতিষ্ঠান | এফ এন্ড এফ |
ওয়েবসাইট | banilaco |
বানিলা কো. (কোরীয়: 바닐라코) হল একটি দক্ষিণ কোরিয়ান প্রসাধনী ব্র্যান্ড। ব্র্যান্ডটি 'এফ এন্ড এফ' এর মালিকানাধীন। ২০০৫ সালে 'এফ এন্ড এফ' এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছিল।[১]
বানিলা কো'র বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্যের মধ্যে রয়েছে:
বানিলা কো'র এছাড়াও বিভিন্ন ধরণের প্রসাধনী পণ্য রয়েছে যেগুলো অ্যালকোহল, কৃত্রিম রঙ, কৃত্রিম সুগন্ধি, অপরিহার্য তেল, প্যারাবেন এবং সিলিকন মুক্ত।[২]
২০১১ সালের ৯ই মার্চ অভিনেত্রী মিন হিও-রিন বানিলা কো'র নতুন মডেল নিযুক্ত হন।[৩]
২০১১ সালের ৮ই আগস্ট সিস্টার-এর হিওরিনকে বানিলা কো'র নতুন মডেল ঘোষণা করা হয়।[৪]
২০১১ সালের ২৫শে সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল যে গার্লস জেনারেশনের জেসিকা জাংকে বানিলা কো'র নতুন মডেল ঘোষণা করা হয়।[৫][৬]
২০১১ সালের ২০শে জুন গায়ক রয় কিমকে বানিলা কো তাদের প্রথম পুরুষ মডেল হিসেবে ঘোষণা করে।[৭]
২০১১ সালের ১৯শে আগস্ট সং জি-হয়োকে বানিলা কো'র নতুন মডেল ঘোষণা করা হয়।
২০১১ সালের ২৮শে সেপ্টেম্বর গায়িকা তেইইওন (গার্লস জেনারেশন) বানিলা কো'র নতুন মুখপাত্র হিসেবে নির্বাচিত হন।[৮]
২০১১ সালের ২১শে আগস্ট কিম মিন-কিউকে বানিলা কো'র জন্য নতুন পুরুষ মডেল নির্বাচিত করা হয়।
২০১১ সালের ২৬শে জানুয়ারী অভিনেতা সং কাং বানিলা কো'র জন্য নতুন মডেল নির্বাচিত হন।
২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারী অভিনেত্রী শিন সে-কিউং বানিলা কো'র জন্য নতুন মডেল নির্বাচিত হন।
২০১১ সালের ২১শে অক্টোবর গায়ক জিওংহান (সেভেনটিন) বানিলা কো'র নতুন মুখপাত্র নির্বাচিত হন।[৯]