বাবা আমটে | |
---|---|
बाबा आमटे | |
![]() বাবা আমতে ২০১৪ ভারতের স্ট্যাম্প | |
জন্ম | মুরলীধর দেবীদাস আমটে ২৬ ডিসেম্বর ১৯১৪[১] |
মৃত্যু | ৯ ফেব্রুয়ারি ২০০৮ আনন্দবন, মহারাষ্ট্র, ভারত | (বয়স ৯৩)
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | স্নাতক, এল.এল.বি. |
দাম্পত্য সঙ্গী | সাধনা আমটে |
সন্তান | ২ |
বাবা আমটে[২] (হিন্দি: बाबा आमटे) নামে সুপরিচিত মুরলীধর দেবীদাস আমটে (হিন্দি: मुरलीधर देवीदास आमटे; ২৬ ডিসেম্বর ১৯১৪ - ৯ ফেব্রুয়ারি ২০০৮) ছিলেন একজন ভারতীয় সমাজসেবী ও সমাজকর্মী। তিনি লেপ্রোসিতে আক্রান্ত জনগণের পুনর্বাসন ও ক্ষমতায়ন নিয়ে কাজ করে পরিচিতি অর্জন করেন।
তিনি ও তার স্ত্রী সাধনা আমটে ১৯৫০ সালে আনন্দবনে লেপ্রোসি রোগীদের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। আরোগ্য নামে এই কাজটি শুরু হয়েছিল।[৩][৪] আমটে পদ্মবিভূষণ, ড. আমবেদকার আন্তর্জাতিক পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার, রামোন ম্যাগসেসে পুরস্কার, টেম্পলটন পুরস্কার ও জাম্নালাল বাজাজ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।